Exclusive: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির প্রথম একাদশ কেমন? দেখে নিন কারা খেলছে

Last Updated:

কোনও যদি কিন্তু নয়। একেবারে পাকা খবর। দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কোন কোন ফুটবলাররা আজকে শুরু করছেন

দুই দলের প্রথম একাদশ সামনে
দুই দলের প্রথম একাদশ সামনে
কলকাতা: আর কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি। বাঙালির দু’ভাগ হয়ে যাওয়ার ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। খেলা শুরু হওয়ার প্রায় এক ঘন্টা আগে নিশ্চিত হওয়া গেল দুই দলের প্রথম ১১ সম্পর্কে। কোনও যদি কিন্তু নয়। একেবারে পাকা খবর। দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কোন কোন ফুটবলাররা আজকে শুরু করছেন। এটা নিয়েও সমর্থকদের একটা বিশাল আগ্রহ থাকে।
advertisement
advertisement
ইস্টবেঙ্গল এফসি প্রথম একাদশ
গিল, খাবরা, চুংনুঙ্গা, জর্ডান, মন্দার, নন্দ, মহেশ, সৌভিক, সাউল,
সিভেরিও, বরহা
মোহনবাগান সুপার জায়ান্ট
বিশাল, আসিস, শুভাশিস, আনোয়ার, গ্লেন, অনিরুদ্ধ, মনবির, লিস্টন, সাদিকু, হুগো
বাংলা খবর/ খবর/খেলা/
Exclusive: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির প্রথম একাদশ কেমন? দেখে নিন কারা খেলছে
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement