হুগলি: খুঁজে পাওয়া যাচ্ছে না পিয়ালি বসাককে। বুধবার সকালেই ফোন এসেছিল এজেন্সি থেকে। পিয়ালির মাকালু জয়ের সুসংবাদ পৌঁছে গিয়েছিল পরিবারের লোকজনের কাছে।
বুধবার রাতে এজেন্সির তরফ থেকে যে ফোন এসেছিল তার পর থেকেই বেড়ে চলেছে পরিবারের উৎকণ্ঠা। মাকালু শৃঙ্গ জয় করার পর থেকে পিয়ালি ও তাঁর শেরপারা অসুস্থ হয়ে আটকে পড়েন। পিয়ালি খোঁজে উদ্ধারকারী একটি দল পাঠানো হয়েছে ইতিমধ্যে।
অন্নপূর্ণা শৃঙ্গ জয় করার পর মাকালু শৃঙ্গ জয় করেন পিয়ালি বসাক। গত ২৭ এপ্রিল মাকালু অভিযানে যান বাঙালি পর্বতারোহী। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে মাকালুর বেস ক্যাম্পে উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন- NJP স্টেশনে নামবেন? বিরাট খবর এবার! পাহাড়ের গাড়ি, হোটেল নিয়ে আর রইল না চিন্তা
১৭ মে বুধবার সকাল সাতটা থেকে আটটা নাগাদ মাকালু, যা বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ, সেটি জয় করেন চন্দননগরের মেয়ে পিয়ালি। সেখানে বিনা অক্সিজেনে মাকালু পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন তিনি ।
পিয়ালির পরিবার সূত্রে খবর, মাকালু অভিযান শেষ করার পর শারীরিক ক্ষমতা ছিল না তাঁর। পিয়ালি খুব ধীর গতিতে এগোচ্ছিলেন। প্রায় ৭ হাজার ৪০০মিটার শৃঙ্গের শিখরে পৌঁছে যান। তার পরেই সেখান থেকে তিনি কোনওভাবেই নড়াচড়া করতে পারছিলেন না।
তাঁর সঙ্গে আটকে পড়েন এনগাংওয়া শেরপা। তাঁর দুই সহযোগীরা তাঁকে উদ্ধার করলেও পিয়ালি আসতে পারেননি। পাওনিয়ার এজেন্সি পিয়ালির পরিবারকে জানিয়েছে পরিস্থিতির কথা। যদিও পিয়ালীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। উৎকণ্ঠায় রয়েছে পিয়ালীর পরিবার।
আরও পড়ুন- রাস্তার পাশে পড়ে দুর্ঘটনায় জখম যুবক! দেখে যা করলেন জেলা পরিষদের সভাধিপতি…
তাঁর বোন তমালি বসাক জানান, বুধবার রাতে এজেন্সির সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানায়, ক্যাম্প ফোরে আটকে পড়েছে পিয়ালি। তাঁর সঙ্গে যে শেরপা ছিলেন তিনি ফিরে এলেও পিয়ালী ফিরতে পারেনি। এমনকী তাঁর এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।
পিয়ালিকে উদ্ধার করার জন্য একটি বিশেষ রেসকিউ টিম পাঠানো হয়েছে। তাঁকে খুঁজে পেলে হেলিকপ্টারে করে বেশ ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আনা হবে।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mountaineering, Piyali Basak