হোম /খবর /জলপাইগুড়ি /
রাস্তার পাশে পড়ে দুর্ঘটনায় জখম যুবক! দেখে যা করলেন জেলা পরিষদের সভাধিপতি...

Jalpaiguri News : রাস্তার পাশে পড়ে দুর্ঘটনায় জখম যুবক! দেখতে পেয়ে যা করলেন জেলা পরিষদের সভাধিপতি..

X
রাস্তার [object Object]

দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে রাস্তার পাশে পড়ে থাকা যুবককে উদ্ধার করে নিজের গাড়িতে  হাসপাতালে পৌঁছে দিল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।

  • Share this:

জলপাইগুড়ি : দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে রাস্তার পাশে পড়ে থাকা যুবককে উদ্ধার করে নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছে দিল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। প্রতিদিনের মতো জেলা পরিষদের কাজ সেরে বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন সমাধিপতি উত্তরা বর্মন।

বাড়ি ফেরার পথে জলপাইগুড়ি সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন রায়পুর চা বাগান সংলগ্ন রংধামালি এলাকায় এক যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আশেপাশের লোকজনকে ডেকে নিজের গাড়িতে করে আহত যুবককে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।

বর্তমানে সেখানেই আহত যুবকের চিকিৎসা চলছে। প্রথমত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি, পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যমে যোগাযোগ করে ওই যুবকের নাম পরিচয় পেয়ে দীর্ঘক্ষণ সময় ধরে থাই হাসপাতালে দাঁড়িয়ে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন সভাধিপতি উত্তরা বর্মন।

জানা গিয়েছে, আহত যুবকের নাম ক্ষিতীষ রায়। তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর হাকিম পাড়ায এলাকায়।সভাধিপতির মানবিক রুপ দেখে খুশি আহত যুবকের পরিবারের লোকজন।

জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন তিনি বলেন মানুষের জন্য এই সিংহাসনটা পেয়েছি মানুষের কাজই তো আমাদের মূল ধর্ম তাই যে কোন মানুষের বিপদে এগিয়ে যাওয়া টি আমাদের কাজ তেমনি আমার কাজ করেছি আমি, কাজ করে খুব ভালো লাগলো আমার মানুষকে আরো এগিয়ে আসতে হবে মানুষের জন্য।

আরও পড়ুন: দুই গ্রামের মধ্যে পারাপারের একমাত্র ভরসা বাঁশের জরাজীর্ণ সাঁকো

আহত ব্যক্তির বাবা ক্ষিতিশ রায় বলেন আমার ছেলে কথা বলতে পারেনা দুর্ঘটনা হয়েছিল তা জানতে পারিনি। রাস্তায় পড়েছিল এবং জেলা পরিষদের সভাধিপতি দেখে তাকে নিয়ে আসে হসপাতালে ভর্তি করে ধন্যবাদ জানাই তাকে।

সুরজিৎ দে

Published by:Ankita Tripathi
First published:

Tags: Accident, Jalpaiguri News