India vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া, বিকল্প ভেন্যুর দাবি BCCI-এর

Last Updated:

Champions Trophy 2025 Team India Unlikely to travel Pakistan: ভারতীয় দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি জানাল বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের ম্যাচ বিগত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে করা হোক।

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া
চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া
কলকাতা: জল্পনাই সত্যি হল। ২০২৫-এর শুরুতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া। ভারতীয় দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি জানাল বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের ম্যাচগুলি বিগত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে করা হোক।
বিকল্প ভেন্যু হিসাবে দুবাই বা শ্রীলঙ্কার কথা ভাবা হোক বলে দাবি  জানিয়েছে বিসিসিআই। যদিও আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই টুর্নামেন্টের খসড়া সূচি তৈরি করে ফেলেছে। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি।
advertisement
advertisement
নিরাপত্তার কারণে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। তবে তার মধ্যে ভারত পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ‘না’ সিদ্ধান্ত জানিয়ে দিল।
২০০৮ সালে মুম্বইয়ে  জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করেছে ভারতের ক্রিকেট দল। দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। ভারতেই আয়োজিত হয়েছিল ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ। ২০২৩ সালে এশিয়া কাপেও নিরাপত্তার জন্য পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ। এবার পাকিস্তানে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়েও সংশয় তৈরি হল ৷ আইসিসি এ বিষয় এবার কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া, বিকল্প ভেন্যুর দাবি BCCI-এর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement