#লন্ডন: ম্যাগাজিনের প্রচ্ছদে শিরোনাম হয়েছিল অন্তঃসত্ত্বা সেরেনার বেবি বাম্প। এবার শ্যুটিং ফ্লোরে ক্যারোলিন ওজনিয়াকির পালা। এক বিশেষ ফটো-শ্যুটে ফ্লোরে আগুন লাগালেন কানাডিয়ান সুন্দরী। একনজরে সেই শ্যুটিংয়ের এক্সক্লুসিভ ঝলক।
শ্যুটিং ফ্লোর রেডি... লাল সুড়কি ঢেলে যেন হুবহু একচিলতে রোলাঁ গারো ৷ লাইটস... সাউন্ড.... রোল ক্যামেরা ৷ তারপরেই আসল চমক! এক টুকরো তোয়ালেতে ঢাকা শরীর ৷ হাতে র্যাকেট.... লেন্সের সামনে তোয়ালে সরতেই ব্লো-হট ওজনিয়াকি ! ছোটবেলায় কমপ্লেক্স ছিল। পেশিবহুল চেহারার জন্য। সমবয়সী মেয়ে বন্ধুরা চিমটি কাটতেন। এখন এই ফটোশ্যুটের পর গোটা বিশ্বকেই চমকে দিয়েছেন তিনি ৷
মেয়েদের পেশাদার সার্কিটে মাঝে মাঝেই নামেন সাহসী পোষাকে। তবে শরীরী কমপ্লিমেন্ট নয়। ক্যারোলিন চান, খেলার জন্যই অনুরাগীদের মনে থাকতে।
শ্যুটিংয়ের ফাঁকেই টুকটাক গল্প। আর ক্যামেরা রোল হলে ? গলানো সোনার মত স্কিন-টোন। মেদহীন অ্যাবস। কঠিন বাইসেপ। তবু ওজনিয়াকির শরীর বেয়ে নেমে এল আগুনে আবেদন। কিছু কিছু উত্তাপ ভয়ঙ্কর সুন্দর.......
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Caroline Wozniacki, Nude, Nude Photoshoot, Strips