টেনিস কোর্টে নয়, এবার ফটোশ্যুটে ‘ওজনিয়াকি উত্তাপ’ !

তবে শরীরী কমপ্লিমেন্ট নয়। ক্যারোলিন চান, খেলার জন্যই অনুরাগীদের মনে থাকতে।

  • Share this:

    #লন্ডন: ম্যাগাজিনের প্রচ্ছদে শিরোনাম হয়েছিল অন্তঃসত্ত্বা সেরেনার বেবি বাম্প। এবার শ্যুটিং ফ্লোরে ক্যারোলিন ওজনিয়াকির পালা। এক বিশেষ ফটো-শ্যুটে ফ্লোরে আগুন লাগালেন কানাডিয়ান সুন্দরী। একনজরে সেই শ্যুটিংয়ের এক্সক্লুসিভ ঝলক।

    শ্যুটিং ফ্লোর রেডি... লাল সুড়কি ঢেলে যেন হুবহু একচিলতে রোলাঁ গারো ৷ লাইটস... সাউন্ড.... রোল ক্যামেরা ৷ তারপরেই আসল চমক! এক টুকরো তোয়ালেতে ঢাকা শরীর ৷ হাতে র‍্যাকেট.... লেন্সের সামনে তোয়ালে সরতেই ব্লো-হট ওজনিয়াকি ! ছোটবেলায় কমপ্লেক্স ছিল। পেশিবহুল চেহারার জন্য। সমবয়সী মেয়ে বন্ধুরা চিমটি কাটতেন। এখন এই ফটোশ্যুটের পর গোটা বিশ্বকেই চমকে দিয়েছেন তিনি ৷

    মেয়েদের পেশাদার সার্কিটে মাঝে মাঝেই নামেন সাহসী পোষাকে। তবে শরীরী কমপ্লিমেন্ট নয়। ক্যারোলিন চান, খেলার জন্যই অনুরাগীদের মনে থাকতে।

    শ্যুটিংয়ের ফাঁকেই টুকটাক গল্প। আর ক্যামেরা রোল হলে ? গলানো সোনার মত স্কিন-টোন। মেদহীন অ্যাবস। কঠিন বাইসেপ। তবু ওজনিয়াকির শরীর বেয়ে নেমে এল আগুনে আবেদন। কিছু কিছু উত্তাপ ভয়ঙ্কর সুন্দর.......

    Proud and excited for this one! Thank you #ESPNBody for the cover!! Link in bio

    A post shared by Caroline Wozniacki (@carowozniacki) on

    First published:

    Tags: Caroline Wozniacki, Nude, Nude Photoshoot, Strips