টেনিস কোর্টে নয়, এবার ফটোশ্যুটে ‘ওজনিয়াকি উত্তাপ’ !

Last Updated:

তবে শরীরী কমপ্লিমেন্ট নয়। ক্যারোলিন চান, খেলার জন্যই অনুরাগীদের মনে থাকতে।

#লন্ডন: ম্যাগাজিনের প্রচ্ছদে শিরোনাম হয়েছিল অন্তঃসত্ত্বা সেরেনার বেবি বাম্প। এবার শ্যুটিং ফ্লোরে ক্যারোলিন ওজনিয়াকির পালা। এক বিশেষ ফটো-শ্যুটে ফ্লোরে আগুন লাগালেন কানাডিয়ান সুন্দরী। একনজরে সেই শ্যুটিংয়ের এক্সক্লুসিভ ঝলক।
শ্যুটিং ফ্লোর রেডি... লাল সুড়কি ঢেলে যেন হুবহু একচিলতে রোলাঁ গারো ৷ লাইটস... সাউন্ড.... রোল ক্যামেরা ৷ তারপরেই আসল চমক! এক টুকরো তোয়ালেতে ঢাকা শরীর ৷ হাতে র‍্যাকেট.... লেন্সের সামনে তোয়ালে সরতেই ব্লো-হট ওজনিয়াকি ! ছোটবেলায় কমপ্লেক্স ছিল। পেশিবহুল চেহারার জন্য। সমবয়সী মেয়ে বন্ধুরা চিমটি কাটতেন। এখন এই ফটোশ্যুটের পর গোটা বিশ্বকেই চমকে দিয়েছেন তিনি ৷
advertisement
মেয়েদের পেশাদার সার্কিটে মাঝে মাঝেই নামেন সাহসী পোষাকে। তবে শরীরী কমপ্লিমেন্ট নয়। ক্যারোলিন চান, খেলার জন্যই অনুরাগীদের মনে থাকতে।
advertisement
শ্যুটিংয়ের ফাঁকেই টুকটাক গল্প। আর ক্যামেরা রোল হলে ? গলানো সোনার মত স্কিন-টোন। মেদহীন অ্যাবস। কঠিন বাইসেপ। তবু ওজনিয়াকির শরীর বেয়ে নেমে এল আগুনে আবেদন। কিছু কিছু উত্তাপ ভয়ঙ্কর সুন্দর.......

Proud and excited for this one! Thank you #ESPNBody for the cover!! Link in bio

A post shared by Caroline Wozniacki (@carowozniacki) on

advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
টেনিস কোর্টে নয়, এবার ফটোশ্যুটে ‘ওজনিয়াকি উত্তাপ’ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement