• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • অলিম্পিকে রূপো জিতেই সিন্ধু পেয়েছে ১৩ কোটি ! শুনে মাথায় হাত সোনাজয়ীর

অলিম্পিকে রূপো জিতেই সিন্ধু পেয়েছে ১৩ কোটি ! শুনে মাথায় হাত সোনাজয়ীর

সরকারি জমি, বিদেশি গাড়ি বাদ দিয়েও নগদ ১৩ কোটি টাকা এসেছে সিন্ধুর ঝুলিতে৷ অথচ সিন্ধুকে হারিয়ে সোনা জয়ী ক্যারোলিন মারিন স্পেনে গিয়ে পেয়েছেন ৯৪ হাজার ইউরো৷

সরকারি জমি, বিদেশি গাড়ি বাদ দিয়েও নগদ ১৩ কোটি টাকা এসেছে সিন্ধুর ঝুলিতে৷ অথচ সিন্ধুকে হারিয়ে সোনা জয়ী ক্যারোলিন মারিন স্পেনে গিয়ে পেয়েছেন ৯৪ হাজার ইউরো৷

সরকারি জমি, বিদেশি গাড়ি বাদ দিয়েও নগদ ১৩ কোটি টাকা এসেছে সিন্ধুর ঝুলিতে৷ অথচ সিন্ধুকে হারিয়ে সোনা জয়ী ক্যারোলিন মারিন স্পেনে গিয়ে পেয়েছেন ৯৪ হাজার ইউরো৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #হায়দরাবাদ: কথায় আছে যে রেসে বা যেকোনও প্রতিযোগীতায় ‘সেকেন্ড’কে কেউই মনে রাখে না ৷ আমাদের দেশে ক্রীড়াবিদদের ক্ষেত্রে বিষয়টা হয়তো উল্টো ৷ অলিম্পিকের মতো আসরে প্রচুর অ্যাথলিট অংশ নিয়ে তাঁদের মধ্যে দু’একজনই পদক জিতে দেশকে সম্মান এনে দেন ৷ অলিম্পিকে একটা রূপো বা ব্রোঞ্জ জিতলেই রাতারাতি সেই অ্যাথলিট ‘সেলিব্রিটি’ তকমা পান ৷ সারা জীবন অন্তত দারুণভাবে কাটানোর মতো টাকার অভাব পড়ে না ৷ কারণ দেশে ফিরেই অর্থ-জমি এবং অন্যান্য পুরস্কারে ভরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ এবছর ঠিক এমনটাই ঘটেছে হায়দরাবাদের মেয়ে পিভি সিন্ধুর সঙ্গে ৷ পুরস্কার হিসেবে জমি-বিদেশি গাড়ি বাদ দিয়েও ১৩ কোটি টাকা এসেছে তাঁর ঝুলিতে ৷ যা দেখে অবাক রিওতে সিন্ধুকে হারিয়েই সোনাজয়ী শাটলার ক্যারোলিনা মারিন ৷

  স্পেনের এই ব্যাডমিন্টন তারকা পিবিএল খেলতে এসেছেন ভারতে ৷সেখানে সিন্ধুর কাছ থেকে তাঁর পুরস্কারের মোট অঙ্কটা যখন তিনি জানতে পান ৷তখন রীতিমতো অবার মারিন ! কারণ সোনা জিতে তিনি নিজের দেশে পেয়েছেন ৯৪ হাজার ইউরো ৷ ভারতীয় মুদ্রায় যা ৭০ লক্ষ টাকা ৷ কিন্তু রূপো জিতেই তাঁর থেকে প্রায় ১৩ গুণ টাকা বেশি পেয়েছেন সিন্ধু ! সঙ্গে গাড়ি-বাড়ি তো রয়েছেই ৷ এসব দেখে মারিনও হয়তো ভাবছেন, ‘ইস্ ! ভারতে জন্মালেই ভাল হত’ ৷ সাংবাদিকদের ক্যারোলিনা মারিনা জানিয়েছেন, ‘‘ আমি শুনলাম সিন্ধু নাকি পুরস্কার হিসেবে কোটি-কোটি টাকা পেয়েছে৷ বাপরে ! এতো বিশাল ব্যাপার৷ আমিও নগদ পুরস্কার পেয়েছি স্পেনের সরকারের থেকে৷ কিন্তু সেটা সিন্ধুর প্রাপ্ত অর্থের তুলনায় মাত্র ১০-১৫ শতাংশ হবে৷ স্পেনে কিন্তু ব্যাডমিন্টনটা সেভাবে জনপ্রিয় নয়৷ কিন্তু সিন্ধু প্রমাণ করে দিয়েছে যে ভারতে এই খেলাটা অত্যন্ত জনপ্রিয়৷’’

  First published: