CAB Election: নিজের ‘দাদা’-র পর কি এবার সিএবি মসনদে বাংলার ‘দাদা’! বাংলা ক্রিকেটে প্রশাসনিক নির্বাচন ঘিরে বাজারে হাওয়া গরম

Last Updated:

CAB Election: বেজে গেল সিএবির ভোটের দামামা।‌ প্রয়াত প্রশাসক জগমোহন ডালমিয়ার মৃত্যুদিনে নতুন সভাপতি নির্বাচন।

*বেজে গেল সিএবির ভোটের দামামা।‌ প্রয়াত প্রশাসক জগমোহন ডালমিয়ার মৃত্যুদিনে নতুন সভাপতি নির্বাচন।
*বেজে গেল সিএবির ভোটের দামামা।‌ প্রয়াত প্রশাসক জগমোহন ডালমিয়ার মৃত্যুদিনে নতুন সভাপতি নির্বাচন।
কলকাতা: বেজে গেল সিএবির ভোটের দামামা। বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে বসবেন কে? বর্তমান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জায়গায় কে হবেন নতুন সভাপতি? উত্তর খুঁজে অপেক্ষা করতে হবে আরো মাঝখানে। তবে নতুন সভাপতির নাম কবে জানা যাবে তা চূড়ান্ত হয়ে গেল। ‌ কারণ ঘোষণা হয়ে গেল বাংলা ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভার দিন।
সোমবার সন্ধ্যায় সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর হবে সিএবির বার্ষিক সাধারণ সভা। বাইপাসের ধারে একটি পাঁচতরা হোটেলে আয়োজিত হবে এজিএম। কিংবদন্তি জগমোহন ডালমিয়ার প্রয়াণ দিবসের দিনই এবার হতে চলেছে সিএবির এজিএম। সিএবির সংবিধান অনুযায়ী প্রত্যেকদিন তিন বছর পর নতুন কমিটি গঠন করা হয়। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে যে কমিটি বর্তমানে রয়েছে তার মেয়াদ শেষ হয়ে যাবে সেপ্টেম্বরে। ফলে বার্ষিক সাধারণ সভায় সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব, কোষাধক্ষ্যদের নাম চূড়ান্ত হবে।
advertisement
advertisement
যেখানে এবার নির্বাচনের সম্ভাবনা প্রবল। শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা, সময় বলবে। কিন্ত অ্যাপেক্সের বৈঠকে এজিএমের দিন ঘোষণার পর বাংলা ক্রিকেট সংস্থার শাসক ও বিরোধী, দুই শিবিরেই উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। তবে ময়দানের জোর গুঞ্জন, শেষ পর্যন্ত ভোটাভুটি না হয়ে সর্বসম্মত ভাবে সভাপতি পদে বসতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগেও সিএবির সভাপতি পদে ছিলেন মহারাজ। তারপর ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন।
advertisement
তবে সৌরভ সভাপতি পদে দাঁড়ালে ভোটাভুটি হবে না বলেই যেমন ময়দানের খবর। ঠিক তেমনি বাকি পদের জন্য শাসক এবং বিরোধী দু পক্ষের মধ্যে সমঝোতা হবে নাকি ভোটাভুটি? তার উত্তর দেবে সময়। তবে অনেকেই বলছেন, এত আগে থেকে সিএবি-র অঙ্ক নিয়ে পূর্বাভাস করা সম্ভব নয়। কারণ, সমীকরণ বদলে যেতে লাগে কয়েক ঘণ্টা।  এরমধ্যেই অ্যাপেক্সের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩০ অগাস্ট হবে সিএবির বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
advertisement
এদিকে এদিনের অ্যাপেক্স বৈঠকে উত্তর পল্লী মিলন সংঘের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়। ক্লাবের বিরুদ্ধে অভিযোগ জমা করে যে, ক্লাবের বার্ষিক সাধারণ সভা হচ্ছে না কয়েক বছর। যে কারণে তাদের অনুদান আটকে দিয়েছিল সিএবি। এই ক্লাবের প্রতিনিধি সিএবি-র ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস। অভিযোগ জমা হওয়ার পর সিএবি-র ওম্বাডসম্যান বিষয়টি এপেক্স কাউন্সিলে পাঠান। ‌
advertisement
তবে এদিন উত্তরপল্লি মিলন সংঘের পক্ষ থেকে সমস্ত খরচের হিসেব পেশ করা হয়েছে। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে হিসেব পরীক্ষা করে নেওয়া হলেই আটকে থাকা অনুদান পেয়ে যাবে ক্লাবটি। এছাড়াও এই দিনের বৈঠকে অ্যাপেক্স কাউন্সিলের কয়েকজন সদস্য সিএবি কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে সম্প্রতি ওঠা স্বার্থের সংঘাত ও তার ক্লাবের টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ নিয়ে আলোচনা করতে চান। তবে এজেন্ডায় না থাকায় এদিন সেই নিয়ে বিশেষ কোন আলোচনা হয়নি। Input- Eeron Roy Burman
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CAB Election: নিজের ‘দাদা’-র পর কি এবার সিএবি মসনদে বাংলার ‘দাদা’! বাংলা ক্রিকেটে প্রশাসনিক নির্বাচন ঘিরে বাজারে হাওয়া গরম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement