Tollywood Story: এই মাঠে দাঁড়িয়েই শ্যুটিংয়ে দেখেছিলেন উত্তম কুমার, জয়া ভাদুড়িকে, আজ এত বছর পেরিয়ে টাটকা হাড়াভাঙার মানুষদের স্মৃতি, জানেন কোথায় হয়েছিল ধন্যি মেয়ের শ্যুটিং

Last Updated:

Tollywood Story: সুপার-ডুপার হিট বাংলা সিনেমা 'ধন্যিমেয়ে' তো দেখেছেন, জানেন কোথায় হাড়ভাঙা, রইল সন্ধান

+
পুরনো

পুরনো সেই সিনেমা হাড়ভাঙা'র মাঠ বর্তমানে কেমন অবস্থা দেখুন

হাওড়া: বাংলা সিনেমা জগতের জনপ্রিয় সিনেমা ধন্যিমেয়ে। ধন্যিমেয়ে সিনেমার গল্প মানেই টানটান উত্তেজনার সেকালের ফুটবল মাঠের লড়াইয়ের একখানি দৃশ্য! সত্তরের দশকে অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত একটি বিখ্যাত বাংলা সিনেমা । এই সিনেমার প্রতিটি মুহূর্ত আজও চলচ্চিত্রপ্রেমী মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। বিশেষ করে হাড়ভাঙা মাঠের ফুটবল খেলার সেই দৃশ্য। এই সিনেমার মূল ঘটনাই হল বাংলার প্রিয় ফুটবলকে ঘিরে। মনে পড়ে সেই দৃশ্য মাঠের কানায় কানায় দর্শক, একে অপরের জালে বল জড়িয়ে দিতে দুই দলের লড়াই ।
মাঠের সম্পূর্ণ ঘটনা পুঙ্খানুপুঙ্খ ভাবে দর্শকদের সামনে মাঠ ঘেঁষে থাকা বাবলা গাছ থেকে ধারাভাষ্য করছেন সুখেন দাস। মাঠের উত্তর-পূর্ব প্রান্তে অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে মহানায়ক উত্তম কুমার কলকাতার খেলোয়াড়দের উপদেশ দিচ্ছেন, গলা ফাটাচ্ছেন। সেই দৃশ্য গ্রামের মানুষের আজও চোখের সামনে জ্বলজ্বল করছে। সেদিনের সেই হাড়ভাঙা মাঠ আজও মনে করিয়ে দেয় পুরনো সেদিনের স্মৃতি। বিখ্যাত সিনেমার সেই ফুটবল মাঠ বর্তমানে রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের গোয়ালপোতা গ্রামে।
advertisement
উত্তম কুমার, জয়া ভাদুড়ি, রবি ঘোষ, সাবিত্রী চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, সুখেন দাস সে সময়ের স্টার অভিনেতাদের সেই বিখ্যাত ফুটবল খেলার মাঠ হাওড়া জগৎবল্লভপুর ব্লকের গোহালপোতা গ্রামের মানুষের কাছে রয়েছে হৃদয় জুড়ে। সে সময়ের জগৎবল্লভপুর আর বর্তমান জগৎবল্লভপুর ব্যবধান অনেকখানি। রাস্তাঘাট থেকে মানুষের জীবন যাপনের ধারা ব্যাপক পরিবর্তন।
advertisement
তবে সিনেমার সেই বিখ্যাত খেলার মাঠ যেন অপরিবর্তন থেকে গেছে। বড় বড় গাছে ঘেরা সবুজ একটা মাঠ। পুরনো সেই দিনকে মনে করিয়ে দিচ্ছে, মাঠের ধারেই বিচরণ করছে গরু ছাগল। রয়েছে সেই পুরনো তেতুল গাছও। প্রায় ৫ দশক পেরিয়ে গেলেও হাড় ভাঙার এই মাঠে পৌঁছলে মনে করিয়ে দেবে সেই পুরনো স্মৃতি।
advertisement
সিনেমায় টানটান উত্তেজনা গোহালপোতা গ্রামে হাড়ভাঙ্গা মাঠের সেই দৃশ্য আজও বাঙালির হৃদয় জুড়ে। বর্তমানে বাংলার সেই মাঠ কেমন রয়েছে। সে বিষয়েই স্থানীয় নবীন- প্রবীণ মানুষ জানালেন তাঁদের মনের কথা। গোহালপোতা গ্রামের গোপাল চন্দ্র পাত্র জানান, পুরনো সেই দৃশ্য যেন,আজও জ্বলজ্বল করছে চোখের সামনে। গ্রামের মানুষের কাছে সেই দিনটা ছিল অন্য একটা দিন। অভিনেতাদের সঙ্গে গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলছেন। মাঠের চতুর্দিক পুরুষ মহিলা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। খেলা চলছে, মাঠের এক কোণে দাঁড়িয়ে মহানায়ক উত্তম কুমার গলা ফাটাচ্ছে। আমরা তার সঙ্গেই দাঁড়িয়ে রয়েছি। সে কথা আজও মনে পড়ে। যদিও এই গ্রামের মানুষ ধন্যি মেয়ে ছাড়াও বহু সিনেমার শুটিং ও সিনেমা জগতের নক্ষত্রদের খুব কাছ থেকে দেখেছেন। সবই সম্ভব হয়েছে চণ্ডী মাতা ফিল্মসের কর্ণধার সত্যনারায়ণ খাঁ এর জন্যই।
advertisement
Rakesh Maity
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Story: এই মাঠে দাঁড়িয়েই শ্যুটিংয়ে দেখেছিলেন উত্তম কুমার, জয়া ভাদুড়িকে, আজ এত বছর পেরিয়ে টাটকা হাড়াভাঙার মানুষদের স্মৃতি, জানেন কোথায় হয়েছিল ধন্যি মেয়ের শ্যুটিং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement