'বিশ্বের সেরা গাড়িটাকে গ্যারাজেই রেখে দেবে?' রোহিতদের চাচাছোলা প্রশ্ন ব্রেট লি-র
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Brett Lee On Umran Malik: 'বিশ্বের সেরা গাড়ি গ্যারাজেই রেখে দিলে?' প্রশ্ন ব্রেট লি-র।
#মুম্বই: তিনি স্পিডস্টার। স্বাভাবিকভাবেই যে কোনও পেসারের উপর তাঁর বাড়তি নজর থাকবে। সামনেই টি-২০ বিশ্বকাপ। সব দেশই দল ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলও প্রস্তুত। তবে সেই দলে নেই ব্রেট লি-র পছন্দের তালিকা। আর তাই তিনি এবার সরব হলেন।
ভারতের বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার। জানালেন, ভারতের কাছে বিশ্বের অন্যতম সেরা পেসার রয়েছে। কিন্তু ভারতীয় দল তাঁকে ব্যবহারই করছে না। ভারতীয় নির্বাচকদের সমালোচনা করলেন ব্রেট লি।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার উইকেটে সূর্যকে থামানো অসম্ভব! ভবিষ্যৎবাণী দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের
উমরান মালিককে ভারতের বিশ্বকাপ দলে না রাখা নিয়ে সরব হলেন লি। তিনি বলেছেন, বিশ্বের সেরা গাড়িটা তোমাদের কাছে আছে। অথচ সেটাকে গ্য়ারাজেই বসিয়ে রেখেছো। তাতে লাভ কী! উমরান ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেগে বল করেত পারে। ওকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে দলের লাভ। তা না করে ওকে বসিয়ে রাখা হয়েছে। বিশ্বকাপের ভারতীয় দলে ওকে না দেখে আমি সত্যি হতাশ।
advertisement
advertisement
p style="text-align: justify;">ব্রেট লি আরও বলেন, অস্ট্রেলিয়ার উইকেট থেকে সহায়তা পেত উমরান। ওখানকার উইকেটে ও আগুন ঝড়াতে পারত। তার উপর ওর বয়স কম। এমন বোলার যে কোনও দলের কাছে সম্পদ। ওকে দলে রাখলে ভারতের লাভই হত।
আরও পড়ুন- এখন কী করবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়,দাদার হাতে রয়েছে ৫টি বিকল্প
জসপ্রিৎ বুমরাহ চোটের জন্য বিশ্বকাপ খেলতে পারবেন না। লি মনে করেন, এতে ভারতের চাপ বাড়ল। তিনি বলেছেন, বুমরাহ এই সময়ে বিশ্বের যে কোনও ব্যাটারকে চাপে রাখতে পারে। ওর না থাকাটা চাপের। দলের অন্য সিনিয়র বোলারদেরউপর চাপ বেড়ে গেল অনেকটাই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2022 4:46 PM IST