Ukraine Brazil footballers: মৃত্যুপুরী ইউক্রেন থেকে ফিরিয়ে নিতে ব্রাজিলীয় ফুটবলারদের করুণ আকুতি

Last Updated:

Brazilian footballers in Ukraine appeals to government for evacuation. খাবারের অভাব, ব্যাংকে টাকা নেই! ইউক্রেন থেকে ফিরিয়ে নেওয়ার আর্জি ব্রাজিলের ফুটবলারদের

কিয়েভের হোটেলে এভাবেই আটকে রয়েছেন ব্রাজিলীয় ফুটবলাররা
কিয়েভের হোটেলে এভাবেই আটকে রয়েছেন ব্রাজিলীয় ফুটবলাররা
#কিয়েভ: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান বিরোধে ইউক্রেনে সামরিক শাসন জারি করায় স্থগিত ঘোষণা করা হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। এর ফলে আটকে পড়েছে ইউক্রেনে থাকা ব্রাজিলিয়ান ফুটবলাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে নিজ দেশে ফিরিয়ে নিতে ব্রাজিল রাষ্ট্রদূতের নিকট অনুরোধ জানিয়েছেন তারা। ভিডিও ক্লিপে দেখা যায়, শাখতার দোনেতস্ক এবং ডায়নামো কিভের খেলোয়াড়রা তাদের পরিবারের সাথে ইউক্রেনের রাজধানীতে একটি হোটেলে একত্রে হয়েছেন।
ইউক্রেনের ক্লাব শাখতার দোনেতস্কের ব্রাজিলিয়ান বংশদ্ভূত ফরোয়ার্ড জুনিয়র মোরায়েস লিখেছেন, 'এখানকার অবস্থা হতাশার দিকে যাচ্ছে। আমার এই ভিডিও ছড়িয়ে দাও যাতে ব্রাজিলের সরকার এটি দেখতে পারে। আমরা সবাই একত্রে হয়ে একটি বিমানের অপেক্ষায় আছি যাতে ইউক্রেন ছাড়তে পারি। মোরায়েস ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছেন, 'সকল বন্ধু ও পরিবার, পরিস্থিতি গুরুতর এবং আমরা কিয়েভে আটকে আছি, সমাধানের জন্য অপেক্ষা করছি। আমরা একটা হোটেলের ভিতরে আছি। আমাদের জন্য প্রার্থনা কর।
advertisement
advertisement
ব্রাজিল জাতীয় দলের হয়ে সাত ম্যাচ খেলা ফরোয়ার্ড ডেভিড নেরেস গত মাসে ডাচ ক্লাব আয়াক্স থেকে শাখতারে যোগ দিয়েছেন। এখনো ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। নেরেস ও মোরায়েসসহ সবমিলিয়ে ১২ ব্রাজিলিয়ান ফুটবলার শাখতারে খেলেন।
advertisement
শাখতার দোনেতস্কে খেলা অন্যান্য ব্রাজিলিয়ান খেলোয়াড়রা হলেন ডিফেন্ডার দোদো, ভিতাও, মারলন, ইসমাইলি এবং ভিনিসিয়াস তোবিয়াস, মিডফিল্ডার মেকন, মার্কোস আন্তোনিও, তেতে, অ্যালান প্যাট্রিক, পেদ্রিনহো এবং ফার্নান্দো। ইউক্রেনের আরেক ক্লাব ডাইনামো কিয়েভে খেলেন একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার ভিতিনহো।
বাংলা খবর/ খবর/খেলা/
Ukraine Brazil footballers: মৃত্যুপুরী ইউক্রেন থেকে ফিরিয়ে নিতে ব্রাজিলীয় ফুটবলারদের করুণ আকুতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement