বিশ্বকাপ জিতেও ফিফার তালিকায় দুই নম্বরে আর্জেন্টিনা, শীর্ষে নেইমারের ব্রাজিল
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Brazil still in number 1 position in FIFA rankings in spite Argentina being world champions. বিশ্বকাপ জিতেও ফিফার তালিকায় দুই নম্বরে আর্জেন্টিনা, শীর্ষে নেইমারের ব্রাজিল
#দোহা: আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এমন রাত এসেছে সাড়ে তিন দশক পর। স্বপ্নের আচ্ছন্নতায় ঢেকে আছে গোটা দেশ। কোটি কোটি লিওনেল মেসির ভক্তরা এবং আর্জেন্টিনা প্রেমি মানুষদের কাছে এই সময়টা অন্যরকম। কিন্তু আশ্চর্য হলেও সত্যি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও তালিকায় এক নম্বরে উঠতে পারেনি নীল সাদা জার্সিধারীরা। সুখের দিনেও মেসিদের জন্য দুঃসংবাদ দিল ফিফা।
বিশ্বকাপের পরপরই ফিফা র্যাংকিং প্রকাশ করে। সেখানে আশ্চর্যজনকভাবে বিশ্বকাপ জিতেও শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের পরেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ব্রাজিল। ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
advertisement
advertisement
যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল ৩টি ম্যাচ জিতেছে। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা। আর্জেন্টিনা শীর্ষস্থানে আসতে পারত যদি তারা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারাতে পারত নির্ধারিত সময়ের ভেতর কিন্তু মেসিরা সেটি করতে ব্যর্থ হয়।
@FIFAcom @FIFAWorldCup How in the world is #Italy ranked no.8 in the world and they couldn't even qualify for the world cup this year!? I get Brazil still being no.1, but you cannot be a top 10 team and not make it to this tournament... You just can't! https://t.co/mPLWh0hH34
— Stephen Margoon (@Bubba_Salyer) December 19, 2022
advertisement
আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে ৪ নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। শীর্ষ দশে সবচেয়ে বড় লাফটি দিয়েছে ক্রোয়েশিয়া। তারা ১০ম স্থান থেকে ৭ম স্থানে উঠে এসেছে।
সদ্য প্রকাশিত ফিফার তালিকায় শীর্ষস্থান দখল করতে না পারলেও অবশ্য তা নিয়ে চিন্তিত নন আর্জেন্টিনার মানুষ। তাদের কাছে আসল ছিল বিশ্বকাপ জয়। সেটা সফল হয়েছে। পাশের দেশ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পাঁচটা বিশ্বকাপের মালিক। সেখানে এতদিন দুটো বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার। কাতারের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে ব্যবধানটা কমিয়েছে মেসির দেশ। তালিকায় কত নম্বরে আছে দল তাতে কিছু আসে যায় না ফুটবল পাগল মানুষের এই দেশটায়। তারা এখন ডুবে আছেন বিশ্বসেরা হওয়ার আনন্দে। এ সাদের ভাগ হবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 12:38 PM IST