মডেলের সঙ্গে অশ্লীল চ্যাট ফাঁস! বাবা হওয়ার একমাসের মধ্যেই ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের

Last Updated:

Neymar Breakup with Bruna Biancardi: ব্যক্তিগত জীবনেও জোর ধাক্কা খেলেন নেইমার। বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্ক ভাঙল তাঁর। যদিও এক্ষেত্রে দায়ী নেইমার। এমনটাই অভিযোগ ব্রুনা বিয়ানকার্ডির।

ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের
ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের
কলকাতা: সময়টা একবারেই ভাল যাচ্ছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। প্রথমে চোটের কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। কবে মাঠে ফিরবেন তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এবার ব্যক্তিগত জীবনেও জোর ধাক্কা খেলেন নেইমার। বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্ক ভাঙল তাঁর। যদিও এক্ষেত্রে দায়ী নেইমার। এমনটাই অভিযোগ ব্রুনা বিয়ানকার্ডির।
নেইমার এবং ব্রুনা বিয়ানকার্ডি দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। মাসখানেক আগে তাদের একটি কন্যা সন্তানও হয়েছে। কিন্তু নেইমার ও ব্রুনার হঠাৎ বিচ্ছেদের খবরে হতবাক সকলেই। বিয়ানকার্ডির অভিযোগ, নেইমার তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ব্রাজিলের প্রাপ্ত বয়স্কদের সাইটের মডেল এলেনা ফারিয়াস সঙ্গে একটি চ্যাট ফাঁস হয়েছে। যেখানে অশ্লীল এবং আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন নেইমার। এছাড়াও একাধিকবার নাইট ক্লাবে অন্যান্য মহিলাদের সঙ্গে দেখা গিয়েছে ব্রাজিল তারকাকে।
advertisement
এই বিষয়টি নিয়েই নেইমার ও ব্রুনার সম্পর্ক তলানিতে গিয়ে পৌছায় বলেই খবর। অবশেষে ব্রেকআপের সিদ্ধান্ত নেন ব্রুনা। তিনি জানিয়েছেন,”বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। আমি তোমাকে পরিষ্কার ভাবে জানাচ্ছি, আর কোনও সম্পর্কের মধ্যে আমি নেই। আমরা মাভির বাবা-মা। এটাই আমাদের সম্পর্কের কারণ। আশা করি তুমি আমাকে আর বিব্রত করবে না।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ব্রুনা বিয়ানকার্ডি একজন মডেল। ইনস্টাগ্রামে তাঁর ৯০ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। ২০২১ সাল থেকে নেইমার ও ব্রুনা ডেটিং শুরু করেন। চলতি বছরের ৭ অক্টোবর ব্রুনা কন্যা সন্তানের জন্ম দেন। সম্পর্ক ভাঙার কারণে নেইমারকে এখন মেয়ে মাভিসের থেকে দূরে থাকতে হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মডেলের সঙ্গে অশ্লীল চ্যাট ফাঁস! বাবা হওয়ার একমাসের মধ্যেই ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement