`আর্জেন্টিনাকে নিয়ে ভয় পাওয়ার সময় নেই ব্রাজিলের'! আগুনে ঘি ঢাললেন প্রেসিডেন্ট লুলা
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Brazil President Luiz Inacio Lula da Silva says Argentina no threat for Selecao in Qatar World Cup. আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কিছু নেই, বার্তা ব্রাজিল প্রেসিডেন্ট লুলার
#সাও পাওলো: দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী দেশ। এক দেশের ভাষা পর্তুগিজ, অন্য দেশের স্প্যানিশ। ফুটবলেও লড়াইটা ১০০ বছরের উপর। এক দেশের আইকন পেলে, অন্য দেশের দিয়েগো মারাদোনা। বিশ্ব ফুটবল ইতিহাসের যখন দেশ বনাম দেশের লড়াই হয় তখন এর থেকে বড় ফুটবল ম্যাচ হয় না। ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানে সম্মান, ইজ্জত, দেশপ্রেম এবং অহংকারের লড়াই।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিশ্বকাপে দেখা হয়নি বহু বছর। এবার হবে কিনা সময় বলবে। মরুর বুকে বিশ্ব আসরের এমন মুহূর্তেই সেলেসাওদের বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য গলা ফাটাচ্ছেন ব্রাজিলের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বিশ্বকাপে ফেভারিট হিসেবে মনে করেন না তিনি।
আরও পড়ুন - `আর্জেন্টিনা দলের কথা লিখুন, আমাকে ফোকাস করবেন না' ! ইতিহাস তৈরি করে বললেন মেসি
ব্রাজিলের করিন্থিয়াসে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সিলভা। তবে ব্রাজিলের জন্য ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন হুমকি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। তবে এই তালিকায় আর্জেন্টিনার নাম নেননি আগামী ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া এই রাজনীতিবিদ।
advertisement
advertisement
বছর দুয়েক আগে যখন ব্রাজিল বনাম আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনাল হয়েছিল ব্রাজিলের মাটিতে, সেদিন ডি মারিয়ার একমাত্র গোলে নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেসিরা। ব্রাজিলের কাছে এটা ছিল বিরাট ব্যথা। চির প্রতিদ্বন্দী দেশের মাটিতে তাদেরকে হারিয়ে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলীয়দের পক্ষে মেনে নেওয়া কঠিন।
এমনিতে দুই দলের মুখোমুখি সাক্ষাতে পাল্লা প্রায় সমান সমান। লুলা সিলভা যে মন্তব্য করেছেন সেটা অবশ্যই ব্রাজিল ফুটবল দলকে হয়তো সাহস দেবে। কিন্তু বিশ্বকাপে এবার যদি মুখোমুখি হয় ব্রাজিল আর্জেন্টিনা, তখন কিন্তু লুলার মন্তব্যটা মাথায় রেখেই মাঠে নামবেন লিওনেল মেসি এন্ড কোম্পানি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2022 1:53 PM IST