ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ব্রাজিলের তারকা ফুটবলার, ৯ বছরের জেল

Last Updated:

Robinho Rape Case accused: ২০১৭ সালে ২২ বছর বয়সী আলবেনিয়ান মহিলাকে গণধর্ষণে জড়িত থাকার জন্য রবিনহোকে ইতালিতে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সময় তিনি এসি মিলানের হয়ে খেলেছিলেন।

রিও ডি জেনেইরো: রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন তারকা রবিনহোকে ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড দিল আদালত। ইতালিতে গণধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ব্রাজিলের তারকা স্ট্রাইকার রবিনহো।
আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে। ঘটনাটি ২০১৩ সালের জানুয়ারি মাসের। ২০১৭ সালে ২২ বছর বয়সী আলবেনিয়ান মহিলাকে গণধর্ষণে জড়িত থাকার জন্য রবিনহোকে ইতালিতে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সময় তিনি এসি মিলানের হয়ে খেলেছিলেন।
সেই সময়ে তিনি ব্রাজিলে চলে গিয়েছিলেন। এর পর ব্রাজিল সরকারের কাছে এই ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল ইতালি। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতালির অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্রাজিলের একটি আদালত এখন রায় দিয়েছে, তাঁকে নিজের দেশেই কারাদণ্ড ভোগ করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- কেউ চেনে না! এমন ক্রিকেটার কেকেআরের অস্ত্র এবার! রাসেল, রিঙ্কুকে ঘোল খাওয়ালেন
ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসের বিচারকরা রবিনহোর সাজা বৈধ করার জন্য ভোট দিয়েছেন। সুপিরিয়র ট্রাইব্যুনাল অফ জাস্টিস (এসটিজে) মামলায় দেওয়া ১০টি ভোটের মধ্যে আটটি রবিনহোর গ্রেপ্তারের পক্ষে ছিল।
নিজের দেশের মাটিতে সাজা ভোগ করতে হবে ব্রাজিলের তারকা ফুটবলারকে। রবিনহোর আইনজীবী হোসে এডুয়ার্ডো আলকমিন আদালতকে বলেছেন, তাঁর ক্লায়েন্ট ব্রাজিলে জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে পুনর্বিচার চান। অর্থাৎ তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন।
advertisement
আরও পড়ুন- ২৪ কোটির বোলারকে ‘পিটিয়ে ছাতু’ করলেন রিঙ্কু সিং, কেকেআরের ধামাকা শুরু
ব্রাজিলের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোবিনহো। রিয়াল মাদ্রিদে চার বছরের মেয়াদে রবিনহো দুটি লা লিগা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি পরবর্তী সময়ে ৩২.৫ মিলিয়ন ইউরোর রেকর্ড ফিতে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ব্রাজিলের তারকা ফুটবলার, ৯ বছরের জেল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement