সুন্দরী মহিলা এবং মদের অভাব যেন না থাকে ! অবসর জীবনে এমনটাই চান ব্রাজিলের `নাম্বার নাইন'

Last Updated:

Brazil football team striker Richarlison wants to spend retired life in an island with lots of women. প্রচুর মহিলা এবং মদ! অবসর জীবনে এটাই চাহিদা ব্রাজিল তারকার

প্রচুর মহিলা এবং মদ! অবসর জীবনে এটাই চাহিদা ব্রাজিল তারকার
প্রচুর মহিলা এবং মদ! অবসর জীবনে এটাই চাহিদা ব্রাজিল তারকার
#দোহা: কাতার বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য যেমনটা নির্ভর করছে নেইমারের ওপর, তেমনই নাম্বার নাইন রিচার্লিসন কেমন পারফর্ম করতে পারেন, তার ওপরেও নির্ভর করছে ব্রাজিলের ভবিষ্যৎ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে খেলে নিজেকে অনেকটা পরিণত করে নিয়েছেন ব্রাজিলের এই স্ট্রাইকার। টটেনহামের হয়ে দারুণ ছন্দেও আছেন এই ফরোয়ার্ড।
তবে বিশ্বকাপে ব্রাজিল যখন মাঠে নামার অপেক্ষায়, তখনই বিতর্কের জন্ম দিয়েছেন এই ফুটবলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের পর কী করবেন, তা নিয়ে মুখ খুলেছেন রিচার্লিসন। বলেছেন, অবসরের পর অনেক নারী নিয়ে তিনি দ্বীপান্তরে যাবেন। প্রচুর মদ খাবেন এবং আনন্দে জীবন কাটাবেন। কোনও দুশ্চিন্তা রাখবেন না মাথায়।
advertisement
advertisement
এক্ষেত্রে নাকি তার গুরু ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। রিচার্লিসন কি তবে রোনালদিনিওর পথে হাঁটতে চান? রোনালদিনিওর অমিত প্রতিভাও যে এমন বিতর্কিত কাণ্ডে নষ্ট হয়েছিল। রিচার্লিসনের এ মন্তব্য নিয়ে ব্রাজিলজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে রোনালদিনিওর নাম উল্লেখ করাকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেননি।
advertisement
রোনালদিনিওর যে ছবির কথা বলেছেন রিচার্লিসন, সেখান দেখা যায়, একটি সুইমিংপুলে পা ডুবিয়ে শুয়ে আছেন রোনালদিনিও। তাঁর পায়ের কাছে জলে উপুড় হয়ে শুয়ে আছেন পাঁচ নারী। রিচার্লিসন অবশ্য সত্যি সত্যি এমন কাণ্ড ঘটাবেন নাকি মজা করে বলেছেন সেটা অবশ্যই জানা যায়নি। তবে তিনি জানিয়েছেন ব্রাজিল সমর্থকদের চিন্তার কারণ নেই।
যতদিন ফুটবল খেলবেন দেশের হয়ে ততদিন নিজেকে উজাড় করে দেবেন। রঙিন জীবন উপভোগ করতে চান অবসর নেওয়ার পর। রোনাল্ডিনোর প্রতিভা অতিরিক্ত মহিলা সঙ্গর ফলে অসময় নষ্ট হয়ে গিয়েছিল সে কথা সকলেরই জানা। এখনকার ফুটবলাররা অনেক বেশি পেশাদার। নিজেদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন। তাই নির্জন দ্বীপে প্রচুর মহিলা নিয়ে আনন্দ করার ব্যাপারটা রিচার্লিসন যখন ঘটাবেন তখন ফুটবল থেকে অনেক দূরে থাকবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সুন্দরী মহিলা এবং মদের অভাব যেন না থাকে ! অবসর জীবনে এমনটাই চান ব্রাজিলের `নাম্বার নাইন'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement