'মেসিকে দেখে লড়াই শিখুক নেইমার' উপদেশ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Brazil football legend Ronaldo asks Neymar to put on Lionel Messi like fighting spirit. মেসির থেকে নেইমারকে লড়াই শেখার উপদেশ রোনাল্ডোর
#সাও পাওলো: ২০২২ কাতার বিশ্বকাপে হৃদয় বিদারক পরাজয়ের সম্মুখীন হয়েছে ব্রাজিল। প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো দে লিমা মনে করছেন এই পরাজয়ে নেইমারের ভেঙে পড়া উচিত না, বরং পরবর্তী বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দেওয়া উচিত। ব্রাজিল টুর্নামেন্টের ফেভারিট থেকে, একের পর এক দলকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।
কিন্তু সেখানে ক্রোয়েশিয়ার কাছে বড় ধাক্কা খেয়ে থেমে গেছিল ব্রাজিলের বিজয় রথ। অতিরিক্ত সময়ে নেইমার গোল করে ব্রাজিলকে ১-০ তে এগিয়ে দিলেও আবার পরক্ষনেই সমতা ফিরিয়ে এনেছিল লড়াকু ক্রোটরা। টাইব্রেকারেই বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় ফেভারিট নেইমার, ভিনি জুনিয়রদের। নেইমারকে দেখা যায় কাদতে কাদতে মাঠ ছাড়তে।
আরও পড়ুন - পায়ে বিশ্বকাপের ট্যাটু আর্জেন্টিনার ডি মারিয়ার! বলছেন মৃত্যু পর্যন্ত থেকে যাবে এই চিহ্ন
এরকম হতাশাজনক পরাজয়ের পর ভীষণ ভাবে ভেঙে পড়েন গোটা ব্রাজিল দল। নিজেদের মানসিকভাবে শক্ত করার জন্য ছুটি কাটাতে চলে যান নেইমার, মারকিনিওস। ফুটবল মহলে এরম জল্পনা শোনা যায়, ৩১ বছর বয়সী নেইমার বিদায় জানাতে পারেন আন্তর্জাতিক ফুটবল থেকে।
advertisement
advertisement
নেইমার উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও দে লিমা। তিনি বললেন পিএসজি ফরোয়ার্ড নেইমারের বয়স এখনও কম তাই তার পক্ষে সহজেই সম্ভব পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ করা, এখন তার(নেইমার) মন খারাপ, সেটা ঠিকাছে, কিন্তু সে এখনো তরুণ। ৩১ বছর বয়সে ও সহজেই আরেকটি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে… তার জাতীয় দলে অবদানের জন্য ব্রাজিলে ভীষণই জনপ্রিয় তিনি… ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি দুর্দান্ত খেলেছিলেন এবং দলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
advertisement
At the 2026 World Cup: 🇵🇹 Cristiano Ronaldo - 41 Years Old 🇦🇷 Lionel Messi - 39 Years Old 🇧🇷 Neymar Jr - 34 Years Old 💔 pic.twitter.com/JXIPt5EyE0
— Troll Football (@UKTrollFootball) December 21, 2022
রোনাল্ডো বিশ্বাস করছেন পিএসজি তারকা নেইমার আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন। হার না মেনে লড়াই করে যাওয়ার সবথেকে বড় উদাহরণ এই বিশ্বকাপেই দেখালেন নেইমারের কাছের বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি। ২৭ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে পরাজয়, তার পরে পর পর দুটি কোপা আমেরিকা ফাইনালে পরাজয়, ৩১ বছর বয়সে বিশ্বকাপে শেষ ষোলোর রাউন্ডে বিদায় নেওয়ার পরেও হার মানেননি তিনি।
advertisement
সেখান থেকে লড়াই করে ৩৪ বছর বয়সে কোপা আমেরিকা এবং ৩৫ এ বিশ্বকাপ তুললেন তিনি। পিএসজি শিবিরে যোগ দেওয়ার পর অবশ্যই নেইমারকে উদ্বুদ্ধ করবে মেসির এই লড়াইয়ের কাহিনী। মেসি নিজেও চাইবেন নেইমার বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ক্লাবে আসুন। রোনালদো বলছেন মেসি যদি একটা বিশ্বকাপ জিততে এত বছর নিজেকে ধরে রাখতে পারেন, তাহলে ব্রাজিলকেও হেক্সা এনে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যেতে হবে নেইমারকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 24, 2022 10:50 PM IST











