আর্জেন্টিনা থেকে কোচ আনতে পারে ব্রাজিল! নেইমারদের হেডস্যার হবেন চিরশত্রু দেশের?

Last Updated:

Brazil Football federation may consider Argentina football managers for national team after Tite. আর্জেন্টিনা থেকে কোচ আনতে পারে ব্রাজিল! নেইমারদের হেডস্যার হবেন চিরশত্রু দেশের?

এই দুই আর্জেন্টাইন ম্যানেজারের নাম ভাসছে ব্রাজিলের কোচ হিসেবে
এই দুই আর্জেন্টাইন ম্যানেজারের নাম ভাসছে ব্রাজিলের কোচ হিসেবে
#রিও: জিনেদিন জিদান ব্রাজিলের কোচ হচ্ছেন এরকম সম্ভাবনা থাকলেও তাতে শিলমোহর লাগানো যাচ্ছে না। বুক থেকে বলা যাচ্ছে না জিজুকেই কোচ করবে ব্রাজিল। ২০ বছর হয়ে গেল, ব্রাজিলের ষষ্ঠ শিরোপা পাওয়া হলো না। কাতার বিশ্বকাপে সেই অপেক্ষা আরো দীর্ঘতর হল। আরো চার বছর পিছিয়ে গেল ব্রাজিলের শিরোপা জয়ের আশা। ক্রোয়েশিয়ার কাছে শেষ আটে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই পদত্যাগ করেছিলেন ব্রাজিল কোচ তিতে।
এখন তার জায়গায় নতুন কোচ খুঁজছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। আগামী ১০ জানুয়ারির মধ্যেই নাকি নেইমারদের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে অনেকের নাম। যাতে পেপ গার্দিওলা, হোসে মরিনহো, টমাস টুখেল, মার্সেলো গালার্দো, মরিসিও পচেত্তিনোর মতো হাই প্রফাইল কোচেরা আছেন।
advertisement
advertisement
তবে আর্জেন্টিনার দুই কোচ মার্সেলো গালার্দো এবং মরিসিও পচেত্তিনোকে নিয়ে শুরু হয়েছে রসালো আলোচনা। ফুটবলে ব্রাজিলের চিরশত্রু হিসেবে পরিচিত আর্জেন্টিনা। আর সেই আর্জেন্টিনার দুজনকে কিনা রাখা হয়েছে ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায়! ফরাসি মিডিয়া ‘লেকিপের’ প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল এমন একজন কোচকে খুঁজছে যিনি কোথাও চুক্তিবদ্ধ নন
advertisement
সেই সঙ্গে কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে। পচেত্তিনো আর গালার্দো দুজনই ক্যারিয়ারের দীর্ঘ সময় ফ্রান্সে কাটিয়েছেন। ৪৬ বছর বয়সী গালার্দো টানা আট বছর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের দায়িত্বে ছিলেন। তিনিই তৈরি করেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও গঞ্জালো মন্তিয়েলদের মতো বিশ্বকাপজয়ী তারকাদের।
আসলে ব্রাজিল নিজেদের ইতিহাসে জাতীয় দলের ম্যানেজার হিসেবে কখনই অন্য দেশ থেকে লোক আনে না। এটা তাদের গর্ব এবং সর্বশ্রেষ্ঠ হওয়ার ট্রেডমার্ক। কিন্তু বর্তমান ফুটবল দুনিয়াতে হাতে গুনলে দেখা যাবে ব্রাজিলের তুলনায় আর্জেন্টাইন ম্যানেজারদের সাফল্যের চাবিকাঠি বেশি।
advertisement
এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে ব্রাজিলের ফুটবলার সংখ্যায় বেশি থাকলেও, কোচের সংখ্যায় এগিয়ে আর্জেন্টিনা। কিন্তু যদি একজন আর্জেন্টাইনের হাতে ব্রাজিলের দায়িত্ব পড়ে, তার থেকে মজার এবং হাসির কী হতে পারে? কিন্তু এমন সম্ভাবনা কম হলেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনা থেকে কোচ আনতে পারে ব্রাজিল! নেইমারদের হেডস্যার হবেন চিরশত্রু দেশের?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement