মিশন হেক্সা! কাতারের মাটিতে পা রাখল নেইমারের ব্রাজিল! উত্তেজনা তুঙ্গে সমর্থকদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Brazil Football coach Tite and Neymar thanks Italy before landing in Qatar for World Cup. অপেক্ষার অবসান, কাতারের মাটিতে পা রাখল নেইমারের ব্রাজিল! উত্তেজনা তুঙ্গে সমর্থকদের
#তুরিন: এশিয়ার মাটি থেকেই শেষবার বিশ্বসেরা হয়েছিল ব্রাজিল। তবে সেটা কুড়ি বছর আগের কথা। বিশ্বকাপে এবার আবার এশিয়ার মাটি থেকে সাম্বা ম্যাজিক দেখা যাবে কিনা উত্তর দেবে সময়। ২০ বছর ধরে ষষ্ঠ শিরোপার খোঁজে আছে ব্রাজিল। ২০০২ সাল থেকে প্রতিবার ফেবারিট হয়ে বিশ্বকাপে গেছে তারা। তবে ফিরতে হয়েছে শূন্য হাতে।
এবার অবশ্য ব্রাজিল চায় নিজেদের ভাগ্য বদলাতে। সে লক্ষ্যে লম্বা সময় ধরে দলটিকে প্রস্তুত করেছেন তিতে। বিশ্বকাপের আগেও ইতালির তুরিন শহরে জুভেন্টাসের মাঠে অনুশীলন সেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অনেকটা নিভৃতে অনুশীলন সেরে আজ কাতারের উদ্দেশে রওনা দিয়েছিল ব্রাজিল দল। জুভেন্টাসের মাঠে গত এক সপ্তাহে কঠোর পরিশ্রম করেছেন নেইমার-ভিনিসিয়ুসরা।
advertisement
advertisement
তবে অনুশীলনে কেবল নিজেদের প্রস্তুতই করেননি তাঁরা, ফাঁকে ফাঁকে নাচ, গান, হাস্যরস ও খুনসুটিতেও মেতে থাকতে দেখা গেছে দলের খেলোয়াড়দের। এসবের ভেতর দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়াও বেশ মজবুত করেছে দলটি। ব্রাজিল যেখানে নিজেদের ঘাঁটি গড়েছিল, সেই ইতালি অবশ্য এবার বিশ্বকাপে নেই। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ‘আজ্জুরি’রা।
The most successful nation in World Cup history have arrived 🇧🇷 Welcome to Qatar @CBF_Futebol #WorldCup #FIFAWorldCup #Qatar2022 #Brazil pic.twitter.com/DOyGEFyGV1
— Road to 2022 (@roadto2022en) November 20, 2022
advertisement
তবে নিজেদের দেশ বিশ্বকাপে না থাকলেও ব্রাজিল দলকে এই এক সপ্তাহ আপন করে রেখেছিলেন ইতালিয়ানরা। অনুশীলন পর্ব শেষ করে তাদের ধন্যবাদও দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। বলেছেন, অংশগ্রহণ করার জন্য এবং পুরো কেন্দ্রটি ব্যবহার করতে দেওয়ার জন্য ধন্যবাদ।
এর ফলে বিশ্বকাপটিকে দুর্দান্ত করার মতো পরিবেশও আমরা পেয়েছি। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা শোধ করা হবে। আলিঙ্গন এবং আনন্দ। জুভেন্টাসের আধুনিক ট্রেনিং করার উপকরণ এবং স্পা থেকে জিম এবং জাকুজি উপভোগ করেছেন ব্রাজিলীয় তারকারা।
advertisement
এবার সার্বিয়া, সুইজারল্যান্ড দলের বিরুদ্ধে নেইমার বাহিনী মাঠে নেমে কি করতে পারে সেটাই দেখার। প্রত্যাশার চাপ নিয়ে অবশ্য চিন্তিত নন তিতে। চাপ নিয়ে নয়, খেলাটাকে উপভোগ করে হেক্সার লক্ষ্যেই কাতারে নামবে হলুদ জার্সিধারীরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 2:43 PM IST