JAM vs BRA: বিশ্বকাপ শেষ ব্রাজিলের, মন খারাপ ফুটবলপ্রেমীদের! চমক দিল জামাইকা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র হল। ব্রাজিল ছিটকে গেল বিশ্বকাপ থেকে
মেলবোর্ন: বিশ্বকাপে রাজা ব্রাজিল। ছেলেদের বিশ্বকাপে যেমন সবচেয়ে বেশি ৫ বার চ্যাম্পিয়ন সেলেকাওরা, তেমনই মেয়েদের ফুটবলেও ব্রাজিল অন্যতম সেরা শক্তি। যদিও মেয়েদের বিশ্বকাপে আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। ২০০৭ চিনে রানার্স আপ তাদের সেরা প্রাপ্তি। অলিম্পিকেও দুবার রুপো পেয়েছে ব্রাজিলের মেয়েরা। প্যান আমেরিকান গেমসে অবশ্য তিনটি সোনা আছে নেইমারের দেশের মেয়েদের।
ব্রাজিলের ম্যাচে বাড়তি নজর ছিল কিংবদন্তি মার্তার দিকে। কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ মার্তার। ৩৭ বছরের এই তারকা স্ট্রাইকার বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল স্কোরার। এখনও অবধি ১৭টি গোল করেছেন। এই বিশ্বকাপে একটি গোল করলেও অনন্য নজির গড়বেন। পুরুষ কিংবা মহিলাদের বিশ্বকাপ মিলিয়ে ছ’টি টুর্নামেন্টে কারও গোলের নজির নেই।
All square at the break in a decisive Group F contest. 🤝#BeyondGreatness | #FIFAWWC
— FIFA Women’s World Cup (@FIFAWWC) August 2, 2023
advertisement
advertisement
সেই নজির এ বার গড়তে পারেন মার্তা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। টুর্নামেন্টে বেশ কিছু ম্যাচ হয়ে গিয়েছে। এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকও হয়েছিল গত সপ্তাহে। পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলের অ্যারি বোর্জেস। মেয়েদের ফুটবলে এই নিয়ে নবম বিশ্বকাপ হচ্ছে। প্রতি বারই যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল।
শুধু তাই নয়, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনও হারেনি। সেই ধারা বজায় থাকল ব্রাজিলের। অ্যারির হ্যাটট্রিকে পানামাকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। আজ জামাইকার বিরুদ্ধে প্রথম ৪৫ মিনিট দাপট বজায় ছিল ব্রাজিলের। ডানদিক, বাঁদিক, মিডল করিডর সব জায়গা দিয়ে আক্রমণ করেও জামাইকার ডিফেন্স ভাঙ্গা সম্ভব হচ্ছিল না। স্কোর ছিল গোলশূন্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 5:34 PM IST