ঋদ্ধিমান সাহা এবার কোচ! পুরুলিয়ার ছেলেমেয়ের এবার প্রশিক্ষণ দেবেন ভারতীয় তারকা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Wriddhiman Saha- ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ঋদ্ধিমান সাহা। আর্থিক অভাবে পিছিয়ে পড়া ছেলে-মেয়েরাও সুযোগ পাবেন , জানুন বিস্তারিত!
পুরুলিয়া : ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋদ্ধিমান সাহা। ভারতের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে তাঁর বিশ্বজোড়া খ্যাতি। ঋদ্ধিমান সাহা এবার প্রশিক্ষণ দেবেন পুরুলিয়ার মাটিতে।
তাঁর কাছে প্রশিক্ষণের সুযোগ পাবে পুরুলিয়ার নবাগত ক্রিকেটাররা। টি-রেক্স ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে এই সুযোগ করে দেওয়া হয়েছে। সাত থেকে কুড়ি বছর বয়সেই ছেলেমেয়েরা এখানে সুযোগ পাবেন। মাসে দু-বার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা প্রশিক্ষণ দেবেন নিজের হাতে।
আরও পড়ুন- লুকনো ঝর্ণা, স্থানীয়দের কাছেও খবর নেই! বেড়াতে গেলে হাতে পাবেন ‘গুপ্তধন’!
তাঁকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। পুরুলিয়ার জিইএল চার্চ ময়দানে এই প্রশিক্ষণের সূচনা হয়। এরই পাশাপাশি স্বনামধন্য ক্রিকেটারকে সংবর্ধনা জ্ঞাপন ও করা হয়।
advertisement
advertisement
এই বিষয়ে ক্রিকেটার ঋদ্ধিমান সাহা বলেন , পুরুলিয়ার ছেলে-মেয়েদের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। তাই সেই প্রতিভাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ওদের পাশে থাকা। সম্প্রতি ভারতীয় ক্রিকেট ম্যাচের যে জয়, তাতে আপ্লুত তিনি। পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা যাতে আগামী দিনে ক্রিকেটের নাম উজ্জ্বল করতে পারেন, তার জন্য সমস্ত দিক থেকেই সহযোগিতা করবেন তিনি।
advertisement
এই বিষয়ে অ্যাকাডেমির সদস্য ঈশান কুন্ডু বলেন , ভাল ক্রিকেটার তৈরি করাই লক্ষ্য। এই অ্যাকাডেমি ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে বড় জায়গায় পৌঁছে দেয়। কলকাতার বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে দেন তাঁরা। যে সমস্ত ছেলে-মেয়েরা আর্থিক সমস্যার কারণে ক্রিকেটের থেকে পিছিয়ে পড়ছে তাদেরও বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ করে দেন তাঁরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 7:03 PM IST