৮০০ টেস্ট উইকেটের মালিক কলকাতায়! ভালবেসে এই শহরের নাম রাখলেন মুরলী

Last Updated:

Muthiah Muralidharan: শহরে মুরলীধরন। ভালবাসার শহরের এক নাম দিলেন ক্রিকেট কিংবদন্তি।

কলকাতায়: বৃহস্পতিবার নিজের বায়োপিক ‘800’ -র প্রচারে কলকাতায় এলেন প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন। কলকাতা তাঁর অন্যতম প্রিয় শহর, জানালেন ক্রিকেট কিংবদন্তি।
তাঁর এই বায়োপিক হিন্দিতেও দেখা যাবে। তাই ভারতের বিভিন্ন শহরের প্রচারে হাজির হচ্ছেন মুরলী। বৃহস্পতিবার সকালে সল্টলেকের শিক্ষা নিকেতন স্কুলে হাজির হন মুরলীধরন। সেখানে পড়ুয়াদের সঙ্গে ক্রিকেট খেলেন ক্রিকেটার। রসগোল্লা ও ডাবের জল খান।
তার পর স্কুলের ছেলেমেয়েদের নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখেন। মুরলীধরনের  সঙ্গে হাজির ছিলেন অভিনেতা মধুর মিত্তল। মধুর এই ছবিতে মুরলির চরিত্রে অভিনয় করেছেন। কিংবদন্তি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে পেরে তিনি আপ্লুত।
advertisement
advertisement
আরও পড়ুন- SRK on Kohli: শাহরুখ খানের ‘জামাই’ বিরাট কোহলি! স্বয়ং ‘জওয়ানের’ মন্তব্যে তোলপার
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে মুরলিধরনের। তাই ছবির নাম ‘৮০০ ‘। ছবিতে যেমন রয়েছে তারকার ২২ গজের নানা গল্প, আবার আছে তার বাইরের ব্যক্তিগত জীবনের নানা অজানা কাহিনী।
মুরলীধরন বলেন, কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। খেলার জন্য ও খেলার বাইরে অনেকবার কলকাতায় এসেছি। এখানকার মানুষ A সংস্কৃতি আমার ভীষণ পছন্দ। ১৯৯৬ সালের খেলার স্মৃতি মনে পড়ে যায়। এছাড়াও বহু স্মৃতি রয়েছে এ শহরকে ঘিরে। এবার আমার ছবি ‘৮০০’ নিয়ে এসেছি। চারটি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। সকলকে দেখার অনুরোধ করব।
advertisement
কলকাতায় এসে ক্রিকেট নিয়ে কথা বলবেন না মুরলীধরন, তা হতে পারে! বিশ্বকাপ দুয়ারে হাজির, সেই বিষয়ে মুরলীধরন বলেন, ‘ ভারতে বিশ্বকাপ হচ্ছে যা ইন্ডিয়ার পক্ষে অবশ্যই একটা বাড়তি অ্যাডভান্টেজ। ইন্ডিয়া বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল। আমি আশা করছি সেমিফাইনালে ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে দেখতে পাবো। শ্রীলঙ্কারও থাকার সম্ভাবনা প্রবল।’
advertisement
নিজস্ব চিত্র নিজস্ব চিত্র
আরও পড়ুন- সকাল থেকে সুখবর, একের পর এক মেডেল, ফের এল সোনা-রুপো
কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ করবেন না সেটা হতে পারে না। বাংলার দাদার জন্য সফরে আলাদা করে সময় বের করে রেখেছেন মুরলী।
বাংলা খবর/ খবর/খেলা/
৮০০ টেস্ট উইকেটের মালিক কলকাতায়! ভালবেসে এই শহরের নাম রাখলেন মুরলী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement