Eden Gardens: 'ইডেনে বোমা রাখা আছে'- কেকেআরের ম্যাচের মাঝেই হুমকি ইমেল সিএবিকে!

Last Updated:

কেকেআরের ম্যাচ চলাকালীন পাঠানো হল হুমকি ইমেল। সেই হুমকি ই মেইলে বলা ছিল ইডেনে বোমা রাখা আছে। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র কাছে এই হুমকি মেল আসে। হুমকি ইমেল আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় ইডেন চত্বরে।

ইডেনে বোমা রেখে দেওয়ার হুমকি ইমেইলে চাঞ্চল্য।
ইডেনে বোমা রেখে দেওয়ার হুমকি ইমেইলে চাঞ্চল্য।
কলকাতা: কেকেআরের ম্যাচ চলাকালীন পাঠানো হল হুমকি ইমেল। সেই হুমকি ই মেইলে বলা ছিল ইডেনে বোমা রাখা আছে। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র কাছে এই হুমকি মেল আসে। হুমকি ইমেল আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় ইডেন চত্বরে।
বুধবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছে কেকেআর। ম্যাচ চলাকালীন সিএবির ইমেল আইডিতে হুমকি মেল আসে। কোনও অজানা ই মেইলে আইডি থেকে এই হুমকি আসে। কোনও ঝুঁকি নেওয়া হয়নি। পুলিশ এবং সিএবি সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
‘অপারেশন সিঁদুর’-এর পর এটিই আইপিএলের প্রথম ম্যাচ। শোনা যাচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বোমা রাখার হুমকি ই মেইলে এসেছে। যদিও সেখানে আবার আইপিএলের ম্যাচ রয়েছে আগামী ১৪ মে।
advertisement
advertisement
মঙ্গলবার রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। পহেলগাঁও-এ জঙ্গিরা ২৬ জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল। তার বদলা হিসাবেই মঙ্গলবার ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ করে। সেনার সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Eden Gardens: 'ইডেনে বোমা রাখা আছে'- কেকেআরের ম্যাচের মাঝেই হুমকি ইমেল সিএবিকে!
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement