KKR News: মুম্বই ম্যাচে হারের পর বড় ধাক্কা খেল কেকেআর! কী হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ম্যাচ হারের ফলে জোর ধাক্কা খেতে হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। আরসিবি ম্যাচ হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছিল কেকেআর। মনে করা হয়েছিল পরপর দুটি ম্যাচ হারা মুম্বইয়ের বিরুদ্ধে ফেভারিট হিসেবে খেলবে নাইটরা। কিন্তু হয়েছে তার উল্টোটা। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে কেকেআরকে হেলায় উড়িয়ে মরশুমের প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বইয়ের বিরুদ্ধে হারের ফলে জোর ধাক্কা খেতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। গতবারের চ্যাম্পিয়নরা আইপিএল ২০২৫-এর ৩ ম্যাচ খেলে বর্তমানে লিগ টেবিলের একেবারে নীচে নেমে গিয়েছে। ৩ ম্যাচে ১ জয়, ২ হার, ২ পয়েন্ট কেকেআরের। নবম স্থানে রয়েছে রাজস্থান। তাদেরও তিন ম্যাচে পয়েন্ট ২। তবে রান রেট -১.১১২। কেকেআর -১.৪২৮ রানরেট নিয়ে সবার শেষে রয়েছে।
advertisement
৩ ম্যাচে ১ জয় নিয়ে রানরেটের নিরিখে ছয়, সাত ও আট নম্বরে রয়েছে মুম্বই, চেন্নাই ও সানরাইজার্স। আশ্চর্যের বিষয় হল বর্তমানে প্রথম পাঁচে যে দলগুলি রয়েছে তাদের মধ্যে গুজরাতই একবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পরপর দুটি জয় ও +২.২৬৬ নেট রান রেট নিয়ে শীর্ষে রয়েছে আরসিবি। একইভাবে প্রথম দুটি ম্যাচে জয় ও +১.৩২০ রানরেট নিটে দ্বিতীয় স্থানে দিল্লি।
advertisement
advertisement
বর্তমানে টেবিলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস, গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস। এলএসজি ও গুজরাত ২টি ম্যাচে ১ করে জয় পেয়েছে। পঞ্জাব অবশ্য একটি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে। তাদেরও সুযোগ রয়েছে ওপরের দিকে উঠে আসার। তবে সবে প্রতিযোগিতার শুরু। এখনও এমন অনেক ওঠা-নামা চলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 10:17 AM IST