Bengali Archer Success: এশিয়া কাপ স্টেজ-টু ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে বাংলার ছেলে

Last Updated:

Bengali Archer Success: ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ স্টেজ-টু তে যোগ্যতা অর্জন করেন। রাজ্য থেকে একমাত্র তিনি সুযোগ পেয়েছেন। তাকে টুইটের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার দুই কোচের পাশে জুয়েল
বাংলার দুই কোচের পাশে জুয়েল
ঝাড়গ্ৰাম: জোড়া সুযোগ অর্জন করে জঙ্গলমহলকে বিশ্বের দরবারে পৌঁছে দিল জুয়েল সরকার। তীব্র প্রতিকূলতা উপেক্ষা করে, যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপও এশিয়া কাপ স্টেজ-টু -র জন্য ভারতীয় দলে জায়গা নিশ্চিত করেন ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী টুইটে শুভেচ্ছা বার্তা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুনেতে অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য বাছাই ট্রায়ালগুলিতে মুষলধারে বৃষ্টিপাত এবং প্রচণ্ড বাতাস দেখা গিয়েছিল। সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে, এশিয়া কাপ স্টেজ-২ ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে তার জায়গা নিশ্চিত করেন।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক স্বপ্ন নিয়ে ঝাড়গ্রামের মত প্রান্তিক এলাকায় গড়ে তুলেছিলেন বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি। তার সুফল ছড়িয়েছে গোটা দেশ তথা বিশ্ব জুড়ে। এই রাজ্য থেকে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ স্টেজ-২ তে যোগ্যতা অর্জন করেছেন। আগামী ১৪ থেকে ২১ জুন সিঙ্গাপুরে এশিয়া কাপ স্টেজ-২ অনুষ্ঠিত হবে। বিশ্ব তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপ ১৬ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিত হবে। জুয়েল জানান’এই প্রতিযোগিতায় ভারতের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছেন,আমি খুশি হলাম।’
advertisement
advertisement
পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউতে ২২ থেকে ২৫ মে এশিয়া কাপ ও বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপের বাছাই শিবির হয়। যোগ্যতা নির্বাচন পর্বে তিনি ১৯৮৪ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করেন। ঝাড়গ্রামের নেতাজি আদর্শ হিন্দি হাইস্কুলের কলা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র জুয়েল জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পদক জয় করেছেন। ইরাকে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়ান কাপে স্বর্ণপদক পেয়েছিলেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৩ সালে এশিয়ান কাপে রুপোর পদক জয় করেন। ৩৮ তম জাতীয় গেমসে বাংলার হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন। বাংলার কোচ সুরজিৎ দাস বলেন ‘ জুয়েল বরাবরই ভালো ছেলে খুব মন দিয়ে প্র্যাকটিস করে। আশা রাখি ও খুব ভালো ফল করবে, বাংলা তথা জঙ্গলমহলকে বিশ্বের মানচিত্রে এবার পৌঁছে দেবে জুয়েল।’
advertisement
ঝাড়গ্রাম আর্চারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত পাতর বলেন, জুয়েল সরকার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক পদক জয় করে বাংলার মুখ উজ্জ্বল করছে। আমরা আশাবাদী আন্তর্জাতিক স্তরে আবার পদক জয় করবে।মুখ্যমন্ত্রীর স্বপ্নের জঙ্গলমহলের এক মাত্র জেলা ঝাড়গ্রাম অর্থাৎঅরন্য সুন্দরী। ২০১৮ সালে এই জেলায় মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আর্চারি একাডেমি তৈরি করেন। জঙ্গলবাসী মানুষ তির ধনুকের কৌশল জানত আদি অনন্তকাল থেকে তাই তারা যে মান রাখবে। সত্যিই তারা তার মান রেখেছেন আজ বিশ্বের বুকে খেলছে ঝাড়গ্রামের যুবক।
advertisement
Tanmay Nandi
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengali Archer Success: এশিয়া কাপ স্টেজ-টু ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে বাংলার ছেলে
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement