ঘরের মাঠে ১৬ পয়েন্ট তুলতে পেরে খুশি বেঙ্গল ওয়ারিয়ার্স

Last Updated:

পটনা পাইরেটসের কাছে হার হজম করার পর কিছুটা টেনশন তৈরি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়ার্স শিবিরে ৷ কিন্তু বুধবার প্রো কবাডিতে অভিষেক বচ্চনের দলের বিরুদ্ধে ৩৪-২০ ব্যবধানে একপেশে জিতে ফের স্বমহিমায় নীলেশ শিন্ডেরা ৷ ৬ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবলের শীর্ষে কলকাতার দল ৷ এক পয়েন্ট পিছনে ঘাড়ের কাছে এখন নিঃশ্বাস ফেলছে পটনা ৷

#কলকাতা: পটনা পাইরেটসের কাছে হার হজম করার পর কিছুটা টেনশন তৈরি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়ার্স শিবিরে ৷ কিন্তু বুধবার প্রো কবাডিতে অভিষেক বচ্চনের দলের বিরুদ্ধে ৩৪-২০ ব্যবধানে একপেশে জিতে ফের স্বমহিমায় নীলেশ শিন্ডেরা ৷ ৬ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবলের শীর্ষে কলকাতার দল ৷ এক পয়েন্ট পিছনে ঘাড়ের কাছে এখন নিঃশ্বাস ফেলছে পটনা ৷ তা সত্ত্বেও ঘরের মাঠে চারটের মধ্যে তিনটি ম্যাচ জিতে স্বভাবতই এখন খুশির হাওয়া বাংলা শিবিরে ৷
Match 21-It is curtains for Jang Kun Lee of the Bengal Warriors, as he is immobilised by Rohit Rana and Samarjeet Singh of the Jaipur Pink Panthers in Match  21 of the Star Sports Pro Kabaddi season 3.
বুধবার ম্যাচ জেতার পর বেঙ্গল ওয়ারিয়ার্স অধিনায়ক নীলেশ শিন্ডে বলেন, ‘‘ আমরা শুরুতে পরপর দুটো ম্যাচ জিতে আত্মতুষ্টিতে ভুগছিলাম ৷ পটনা ম্যাচে হারই তার প্রমাণ ৷ কিন্তু এদিন আমরা শুরু থেকেই অনেক বেশি সতর্ক ছিলাম ৷ টুর্নামেন্টের প্রতিটা দলই দারুণ ৷ তাই কাউকেই হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ জয়পুর দলের ডিফেন্সে এদিন কিছুটা ত্রুটি ছিল ৷ সেটার আমরা ফায়দা তুলতে পেরেছি ৷ প্রথম থেকেই বিপক্ষকে চাপে রাখার স্ট্র্যাটেজি এদিন কাজে দিয়েছে ৷ এবার আমরা পুণেতে খেলতে যাব ৷ ঘরের মাঠ থেকে এতগুলো পয়েন্ট নিয়ে যেতে পারছি বলে ভালো লাগছে ৷ সমর্থকদের ধন্যবাদ চার দিন ধরে আমাদের দারুণ সমর্থন করার জন্য ৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঘরের মাঠে ১৬ পয়েন্ট তুলতে পেরে খুশি বেঙ্গল ওয়ারিয়ার্স
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement