ঘরের মাঠে ১৬ পয়েন্ট তুলতে পেরে খুশি বেঙ্গল ওয়ারিয়ার্স
Last Updated:
পটনা পাইরেটসের কাছে হার হজম করার পর কিছুটা টেনশন তৈরি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়ার্স শিবিরে ৷ কিন্তু বুধবার প্রো কবাডিতে অভিষেক বচ্চনের দলের বিরুদ্ধে ৩৪-২০ ব্যবধানে একপেশে জিতে ফের স্বমহিমায় নীলেশ শিন্ডেরা ৷ ৬ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবলের শীর্ষে কলকাতার দল ৷ এক পয়েন্ট পিছনে ঘাড়ের কাছে এখন নিঃশ্বাস ফেলছে পটনা ৷
#কলকাতা: পটনা পাইরেটসের কাছে হার হজম করার পর কিছুটা টেনশন তৈরি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়ার্স শিবিরে ৷ কিন্তু বুধবার প্রো কবাডিতে অভিষেক বচ্চনের দলের বিরুদ্ধে ৩৪-২০ ব্যবধানে একপেশে জিতে ফের স্বমহিমায় নীলেশ শিন্ডেরা ৷ ৬ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবলের শীর্ষে কলকাতার দল ৷ এক পয়েন্ট পিছনে ঘাড়ের কাছে এখন নিঃশ্বাস ফেলছে পটনা ৷ তা সত্ত্বেও ঘরের মাঠে চারটের মধ্যে তিনটি ম্যাচ জিতে স্বভাবতই এখন খুশির হাওয়া বাংলা শিবিরে ৷
বুধবার ম্যাচ জেতার পর বেঙ্গল ওয়ারিয়ার্স অধিনায়ক নীলেশ শিন্ডে বলেন, ‘‘ আমরা শুরুতে পরপর দুটো ম্যাচ জিতে আত্মতুষ্টিতে ভুগছিলাম ৷ পটনা ম্যাচে হারই তার প্রমাণ ৷ কিন্তু এদিন আমরা শুরু থেকেই অনেক বেশি সতর্ক ছিলাম ৷ টুর্নামেন্টের প্রতিটা দলই দারুণ ৷ তাই কাউকেই হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ জয়পুর দলের ডিফেন্সে এদিন কিছুটা ত্রুটি ছিল ৷ সেটার আমরা ফায়দা তুলতে পেরেছি ৷ প্রথম থেকেই বিপক্ষকে চাপে রাখার স্ট্র্যাটেজি এদিন কাজে দিয়েছে ৷ এবার আমরা পুণেতে খেলতে যাব ৷ ঘরের মাঠ থেকে এতগুলো পয়েন্ট নিয়ে যেতে পারছি বলে ভালো লাগছে ৷ সমর্থকদের ধন্যবাদ চার দিন ধরে আমাদের দারুণ সমর্থন করার জন্য ৷’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2016 7:02 PM IST