Swimmer : বাংলার মেয়ের বিরাট কীর্তি, সাত-সমুদ্র পার করে ফিরলেন বাড়ি, শুনলে গর্ব হবে আপনারও

Last Updated:

Afrin Jabi Swimmer- মেদিনীপুরের মাটিতে ফিরলেন ইংলিশ চ্যানেল জয়ী মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। আর মেদিনীপুরে পা দেওয়া মাত্রই আবেগে আনন্দে গা ভাসালেন মেদিনীপুর শহরবাসী।

News18
News18
কলকাতা: মেদিনীপুরের মাটিতে ফিরলেন ইংলিশ চ্যানেল জয়ী মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। আর মেদিনীপুরে পা দেওয়া মাত্রই আবেগে আনন্দে গা ভাসালেন মেদিনীপুর শহরবাসী।
ইংলিশ চ্যানেল জয় করার পর দেশে ফিরে দিল্লিতে আত্মীয়ের বাড়িতে ছিলেন আফরিন। আজ সকালে খড়গপুরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল নাগাদ মেদিনীপুর শহরে প্রবেশ করেন আফরিন। তবে আফরিনের মেদিনীপুরে আসার আগেই তাঁর জয় নিয়ে মেতে ওঠার আয়োজন করেছিল মেদিনীপুর সুইমিং ক্লাব।
আরও পড়ুন- ৬২ লাখ টাকার গাড়ি বাজেয়াপ্ত হয়ে যাবে! আকাশদীপকে চিঠি সরকারের, বড় ভুল করেছেন!
এদিন বিকেলে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর থেকে শোভাযাত্রা সহকারে তাঁকে নিয়ে আসা হয় মেদিনীপুর সুইমিং ক্লাবে। যেহেতু আফরিন সুইমিং ক্লাবের ছাত্রী, তাই তাঁর এই সাফল্যে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে। তার আগে আফরিন জাবির সঙ্গে শোভাযাত্রায় পা মেলান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান-সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষ।
advertisement
advertisement
ক্লাবের তরফে আফরিনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মেদিনীপুরে পৌঁছে আফরিন জানান, ইংলিশ চ্যানের জয়ের বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা। প্রসঙ্গত, গত ৩০ শে জুলাই ইংলিশ চ্যানেল জয় করেন মেদিনীপুর শহরের দেওয়ান নগরের বাসিন্দা সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি।
১৩ ঘণ্টা সাঁতরে ইংলিশ চ্যানেল জয় করেন তিনি। আফরিন মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। খুব ছোট থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন। ‘খেলো ইন্ডিয়া’-তে পদক জয়-সহ রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সাফল্য অর্জন করেছেন তিনি।
বাংলা খবর/ খবর/খেলা/
Swimmer : বাংলার মেয়ের বিরাট কীর্তি, সাত-সমুদ্র পার করে ফিরলেন বাড়ি, শুনলে গর্ব হবে আপনারও
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement