Akash Deep : ৬২ লাখ টাকার গাড়ি বাজেয়াপ্ত হয়ে যাবে! আকাশদীপকে চিঠি সরকারের, বড় ভুল করেছেন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Akash Deep- বাংলার পেসার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিন ম্যাচে ১৩টি উইকেট নেন। সিরিজ শেষের পর দেশে ফিরেই স্বপ্ন ছুঁলেন আকাশদীপ। স্বপ্নের গাড়ি কিনলেন। এদিন সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আকাশদীপ।
কলকাতা : বাংলার পেসার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিন ম্যাচে ১৩টি উইকেট নেন। সিরিজ শেষের পর দেশে ফিরেই স্বপ্ন ছুঁলেন আকাশদীপ। স্বপ্নের গাড়ি কিনলেন। এদিন সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আকাশদীপ।
ইনস্টায় পোস্ট করা ছবিতে আকাশদীপ লিখেছেন, ”অবশেষে জীবনের একটা স্বপ্নপূরণ হল। গাড়ির চাবি হাতে পেলাম। যাঁরা আমার কাছের জন, তাঁদের সঙ্গেই এই মুহূর্তটা থেকে গেল।” কালো রঙয়ের ‘টয়োটা ফরচুনার’ কিনেছেন তিনি। এই গাড়ির টপ মডেলের দাম প্রায় ৬২ লাখ টাকা। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব অভিনন্দন জানিয়ে লিখেছেন, ”অনেক অভিনন্দন।”
advertisement
আর এবার সেই গাড়ি নিয়েই বেজায় সমস্যায় আকাশ দীপ। তিন দিন আগে নতুন গাড়ি কিনেছেন ভারতীয় পেসার। এর মধ্যে সরকারের তরফে নোটিস পাঠানো হয়েছে তাঁকে। কিছু শর্তপূরণ হওয়ার আগে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না আকাশ। সেইসব নিয়ম না মানলে গাড়ি বাজেয়াপ্ত হতে পারে।
advertisement
আরও পড়ুন- অনেক বছর পর…! বাংলার এক ক্রিকেটারকে ভারতীয় দলে নেওয়ার দাবি সৌরভের! শুনবে কি বোর্ড?
আসলে বাংলার পেসার যে শো-রুম থেকে গাড়ি কিনেছেন, মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই শো-রুম আগামী এক মাস কোনও গাড়ি বিক্রি করতে পারবে না। আকাশদীপের গাড়ির রেজিস্ট্রেশনই হয়নি এখনও। ‘হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট’ (এইচএসআরপি) হওয়ার কথা। সেটাও এখনও হয়নি। আগামী ১৪ দিনের মধ্যে ওই সংস্থাকে জবাব দিতে হবে।
advertisement
রেজিস্ট্রেশন হওয়ার আগেই আকাশদীপ গাড়ি ব্যবহার করছেন বলে জানা যাচ্ছে। তাঁকে সেই ব্যাপারে সরকার চিঠি দিয়ে জানিয়েছে। রেজিস্ট্রেশন হওয়ার আগে গাড়ি রাস্তায় নামানো যায় না। আকাশ দীপ সেই ভুল আবার করলে সরকার গাড়ি বাজেয়াপ্ত করতে পারে বলেও জানা যাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 1:49 PM IST