Mukesh Kumar: বাংলার ফাস্ট বোলার মুকেশ লম্বা রেসের ঘোড়া! পাকাপাকি জায়গা তৈরি করতে চান ভারতীয় দলে

Last Updated:

জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন ইডেনে অনুশীলনে আসতে কখনও দেরি করতেন না মুকেশ

বাংলার মুকেশ গর্বিত করতে চান দেশকে
বাংলার মুকেশ গর্বিত করতে চান দেশকে
কলকাতা: বিহারের গোপালগঞ্জ থেকে যেদিন কলকাতায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিল ছেলেটা সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু নিজের প্রতি বিশ্বাস এবং শেষ দেখে ছাড়ার জেদ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। বাবা প্রয়াত হয়েছেন। তিনি অবশ্য শুরুর দিকে ক্রিকেটের বিরোধিতাই করেছেন। চাইতেন, মুকেশ সিআরপিএফ-এ যোগ দিক। আর্থিক নিরাপত্তাও মিলবে। সেখানে ব্যর্থ হন।
সীমিত ওভারের ক্রিকেটে আগেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। তবে খেলার সুযোগ হয়নি এখনও অবধি। এ বার টেস্ট দলেও ডাক পেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন। মূল দলে জায়গা করে নেওয়ার পর অপেক্ষা টেস্ট খেলার। মুকেশ কুমার সম্পর্কে প্রশংসা শোনা গেল বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়ের গলায়।
advertisement
আরও পড়ুন – বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ! ভারতের মাটিতে নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে টাইগাররা
জয়দীপ প্রথম দিন থেকে দেখেছেন মুকেশকে। কিভাবে কলকাতায় আসার পর মুকেশ কুমার কষ্ট করে এই জায়গায় পৌঁছেছেন তার সাক্ষী জয়দীপ। তিনি মনে করেন মুকেশের সবচেয়ে বড় গুণ তার ঠান্ডা মাথা এবং পরিশ্রম করার মানসিকতা। রণদেব বোস যখন মুকেশকে প্রথম দেখেছিলেন তাকে পরামর্শ দিয়েছিলেন রান আপ ঠিক করার জন্য।
advertisement
advertisement
কারণ রান আপ ঠিক থাকলে বল সঠিক জায়গায় পড়বে বেশিরভাগ সময়। সেটা মনে রেখেছেন মুকেশ। ওয়াকার ইউনিস তাকে দেখে খুশি হয়েছিলেন কলকাতায়। সৌরভ গঙ্গোপাধ্যায় এর চালু করা ভিশন ২০২০ প্রজেক্ট থেকে উঠে এসেছেন মুকেশ। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট এবং ওডিআই, দুই স্কোয়াডেই রয়েছেন মুকেশ। টি-টোয়েন্টি স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। এ বছর দেশের মাটিতে বিশ্বকাপ।
advertisement
রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার অন্যতম অংশ মুকেশ। জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন ইডেনে অনুশীলনে আসতে কখনও দেরি করতেন না মুকেশ। দুটো বাস পরিবর্তন করতে হত। তাতেও মুখে লেগে থাকত হাসি। তাই আজ আইপিএলে দিল্লির জার্সিতে এত কোটি টাকার মালিক হওয়া যেমন আশ্চর্যের নয়, তেমনই ভারতীয় দলে ডাক পাওয়া অবাস্তব নয়। মুকেশ আর পেছনে ফিরে দেখতে চান না। শুধুই সামনে তাকাতে চান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mukesh Kumar: বাংলার ফাস্ট বোলার মুকেশ লম্বা রেসের ঘোড়া! পাকাপাকি জায়গা তৈরি করতে চান ভারতীয় দলে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement