Bangladesh cricket: বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ! ভারতের মাটিতে নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে টাইগাররা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বাংলাদেশ ক্রিকেট আগের থেকে অনেক উন্নতি করেছে এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় এসেছে কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ আছে
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট আগের থেকে অনেক উন্নতি করেছে এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় এসেছে কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ আছে। কিন্তু টাইগার বাহিনী মনে করে আসন্ন একদিনের বিশ্বকাপে ভারতের মাটিতে তারা অনেক হিসেব বদলে দিতে পারে। সাকিব, লিটন, শান্ত, মিরাজ, মুস্তাফিজুর বাহিনী নিজেদের ওপর বিশ্বাস রাখছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফির চোখে বাংলাদেশ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বিজয়ের সম্ভাব্য দাবিদার।
মাশরাফি মনে করেন দলের বেশির ভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রচুর। তাই বাংলাদেশের এবারের দলটি বিশ্বকাপ জেতার সামর্থ রাখে। মাশরাফির সাথে সুর মেলালেন সাবেক লঙ্কান নামী ক্রিকেটার হাসান তিলকারত্নে। বাংলাদেশ নারী দলের হেড কোচের দায়িত্বে থাকা হাসান তিলকারত্নেও মনে করেন, কন্ডিশনটা বেশ অনুকুল।
Bangladesh Team Practice (24-06-2023)#BCB | #Cricket pic.twitter.com/U6JiIyfS8G
— Bangladesh Cricket (@BCBtigers) June 24, 2023
advertisement
advertisement
বাংলাদেশ দলে বেশ কজন বিশ্বমানের পারফরমারও আছেন। খেলা হবে উপমহাদেশে, তথা ভারতের মাটিতে। উইকেট ও আনুসাঙ্গিক পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের অনুকুলে থাকবে। এবং অভিজ্ঞ ও তারুন্যর মিশেলে এখন বাংলাদেশের যে দলটি আছে , তাদের বিশ্বকাপ জেতার সব রকম উপাদানই আছে। ১৯৯৬ সালে উপমহাদের মাটিতে বসা দ্বিতীয় বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কার যে দলটি প্রথমবার ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিল, সেই দলের অন্যতম সদস্য ছিলেন হাসান তিলকারত্নে।
advertisement
সেই অভিজ্ঞতার আলোকেই তার মনে হয়। তার অনুভব, পুরো পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জেতার জন্য যে সব অত্যাবশ্যকীয় উপাদান দরকার, বাংলাদেশে তার সব ধরনের উপকরণ আছে। তার পরামর্শ, বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং একসঙ্গে থেকে একে অপরকে সাহায্য করতে হবে।
আমি নিশ্চিত, এই দলের বিশ্বকাপ জেতার সব উপকরণ আছে। ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে কেউ আশা করেনি আমরা জিতব। তবে যাই হোক, এখানে বিষয়টা হল নির্দিষ্ট দিনে সেরা ক্রিকেটটা খেলা। বাংলাদেশ সঠিক সময় সেরা ক্রিকেট খেলতে পারলে সব কিছুই সম্ভব।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 11:40 AM IST