গোটা দেশ গর্বিত বাংলার তিতাসের জন্য, চুঁঁচুড়ার পেসারের বাবা কী বলছেন শুনুন
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Titas Sadhu: হুগলির তিতাসের জন্য গর্বিত গোটা দেশ। বাংলার পেসারের বাবা কী বলছেন!
হুগলি: চিনে ১৯ তম এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে ভারত জিতল সোনার পদক। ভারতের জয়ের অন্যতম কান্ডারি হুগলির চুঁচুড়ার মেয়ে তিতাস সাধু।
তিতাসের দুরন্ত বোলিং-এর জেরে ২০ ওভারে ৯৭ রানেই আটকে যায় শ্রীলংকার মহিলা ক্রিকেট দল। চার ওভার বল করে ছয় রান দিয়ে তিনটি উইকেট নেন তিতাস।
এর আগে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে তিতাসের বোলিং ফিগার ছিল ৪-৬-২। চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট। আর এশিয়ান গেমসে ফাইনালে ৪-৬-৩। তিতাস চার ওভার বল করে ছয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।
advertisement
advertisement
তিতাসের বাবা রনদীপ সাধু বলেছেন, ”ও তো এশিয়ান গেমসের ভারতীয় দলে খেলতে পারবে বলে আশাই করেনি। তবে সুযোগটা যে কাজে লাগিয়েছে তাতেই আমরা সবাই খুশি। তবে সব ক্রিকেটারেরই লক্ষ্য থাকে দেশের হয়ে খেলা। ও ভারতীয় দলের জার্সি পরেছে। এখন থেকে ওর লড়াইটা শুরু হল। দেশের হয়ে ও ১০০ ম্যাচ খেলুক, সেটাই চাইব।”
advertisement
আর চারদিন পর অর্থাৎ ২৯ সেপ্টেম্বর তিতাসের জন্মদিন। ১৯-এ পা দেবেন বাংলার পেসার। তবে এরই মধ্যে তিনি গোটা দেশকে গর্বিত করেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 25, 2023 5:53 PM IST









