Abhimanyu Easwaran : ৩০টা টেস্টে বেঞ্চে বসিয়ে রাখলেন গম্ভীর, তার পরও দল থেকে বাদ! বাংলার ক্রিকেটার বলেই কি 'পাত্তা' পাচ্ছেন না!

Last Updated:

Abhimanyu Ishwaran- অভিমন্যু ঈশ্বরণকে কথা দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে তিনিও কথা রাখলেন না। ২০২২ সাল থেকে বিভিন্ন সিরিজে ভারতীয় দলে থাকছেন। তবে এখনও টেস্ট অভিষেক হয়নি তাঁর।

News18
News18
কলকাতা : ভারত–ইংল্যান্ড সিরিজে একের পর এক ক্রিকেটার চোট পেয়েছিলেন। তবু তাঁর ভাগ্যের শিঁকে ছেড়েনি। বাংলার ক্রিকেটার বলেই কি তিনি পাত্তা পাচ্ছেন না জাতীয় দলে!
অভিমন্যু ঈশ্বরণকে কথা দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে তিনিও কথা রাখলেন না। ২০২২ সাল থেকে বিভিন্ন সিরিজে ভারতীয় দলে থাকছেন। তবে এখনও টেস্ট অভিষেক হয়নি তাঁর।
অভিমন্যুর বাবা আরপি ঈশ্বরণ এর আগেও ছেলের প্রতি এই বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। বাংলার প্রাক্তন ক্রিকেটাররাও এই নিয়ে সোচ্চার হয়েছেন। তবে লাভ হয়নি। বাংলার পাশাপাশি ভারতীয় এ দলের হয়ে প্রচুর রান করেছেন। তবুও উপেক্ষিত থাকতে হয়েছে বাংলার এই ক্রিকেটারকে।
advertisement
advertisement
বারবার প্রশ্ন উঠেছে, শুধুমাত্র বাংলার ক্রিকেটার বলেই কি বারবার নিজেকে প্রমাণ করা সত্ত্বেও উপেক্ষিত থাকছেন অভিমন্যু ঈশ্বরণ? ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নাকি তাঁকে আশ্বাস দিয়েছিলেন, খুব শিগগির তিনি সুযোগ পাবেন। তবে বঙ্গ এই ক্রিকেটারের অপেক্ষার প্রহর বাড়ল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেই দলে জায়গাই হল না বাংলার অভিমন্যু ঈশ্বরণের। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজেও দলে ছিলেন। তবে মাঠে নামতে পারেননি বাংলার তারকা। এবার তো সোজা ছেঁটে ফেলা হল। রেকর্ড বলছে, অভিমন্যু টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঢোকার পর ১৫ জন ক্রিকেটারের অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটে। তবে তাঁর এখনও টেস্ট অভিষেক হয়নি।
advertisement
আরও পড়ুন- ‘ভারতকে হারাব’, স্বপ্ন এখনও স্বপ্নই বাংলাদেশের! টাইগারদের লজ্জার হার, টিম ইন্ডিয়া ফাইনালে
পরপর ৩০টি টেস্টে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে অভিমন্যুকে। ওদিকে, লখনউয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে না খেলে বাড়ি ফিরে যান শ্রেয়স আইয়ার। ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে তিনি বিসিসিআইকে চিঠি লিখে জানান, তিনি পিঠের ব্যথার জন্য আপাতত লাল বলের ক্রিকেট খেলতে চান না।
বাংলা খবর/ খবর/খেলা/
Abhimanyu Easwaran : ৩০টা টেস্টে বেঞ্চে বসিয়ে রাখলেন গম্ভীর, তার পরও দল থেকে বাদ! বাংলার ক্রিকেটার বলেই কি 'পাত্তা' পাচ্ছেন না!
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement