Bengal Cricket: বাংলা ক্রিকেট লিখতে চায় নতুন ইতিহাস! লক্ষ্মী, মনোজরা নিচ্ছেন ভারত সেরা হওয়ার শপথ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: বাংলা ক্রিকেটের একটা বড় অধ্যায় জুড়ে থেকে যাবেন লক্ষ্মীরতন শুক্লা এবং মনোজ তিওয়ারি। প্রথমজন এখন কোচ হয়ে গিয়েছেন। মনোজ অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন। ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা বাংলাকে ভারত সেরা করার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা দলের জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিতে চান অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার।
আগামী মরসুম নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেল বাংলার।
সিএবি-তে বৈঠক করলেন কোচ লক্ষ্মীরতন শুক্ল, সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী এবং সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে আলোচনা হল সেই বৈঠকে। ঠিক হয়েছে, পরের মরসুমে লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও ভাল পারফর্ম করার দিকে জোর দেওয়া হবে। সব ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে প্রাক মরসুম প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বাংলার।
advertisement
advertisement
আরও পড়ুন – বাবা হবেন কদিন পরে! ভারতকে চ্যাম্পিয়ন করেই স্ত্রীকে অভিনব উপহার সুনীলের
দলীপ ট্রফি খেলতে যাবেন বাংলার আট জন ক্রিকেটার। আপাতত তাঁরা ব্যস্ত রয়েছেন পি সেন ট্রফি খেলতে, যা শেষ হচ্ছে ২৪ জুন। তাই জুলাইয়ের প্রথম সপ্তাহে যাঁরা থাকবেন, তাঁদের নিয়েই প্রস্তুতি শুরু করবে বাংলা। গত বারের মতোই আগামী মরসুমের জন্যে সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে একটি ‘পুল’ তৈরি করা হবে। সেখান থেকে সেরা ক্রিকেটারদের বেছে নেওয়া হবে।
advertisement
That’s Tea on Day 2 of the @mastercardindia #RanjiTrophy #Final! #BENvSAU
Saurashtra move to 238/5 vs Bengal@ShelJackson27 (59) and Arpit Vasavada (53*) stretch Saurashtra’s lead to 64 runs.
Join us for the final session soon
Scorecard 👉 https://t.co/tFM3bwhvII pic.twitter.com/9U5mCcblvB
— BCCI Domestic (@BCCIdomestic) February 17, 2023
advertisement
মূলত জিম সেশন, পুল সেশন এবং শক্তি বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। চেষ্টা চলছে যত বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলার। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। বাংলার সব ম্যাচই মোহালিতে। তার আগে সেপ্টেম্বরে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলা। সেই সময় শহরে বৃষ্টির মরসুম।
advertisement
তাই ভারতের যে সব জায়গায় সে সময় বৃষ্টি হয় না, সেখানে গিয়ে অন্যান্য কিছু রাজ্যের স্থানীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা হতে পারে। দীর্ঘ দিন সাদা বলের ক্রিকেটে কোনও ট্রফি জেতেনি বাংলা। তাই এবার সেই ট্রফি খরা কাটানোর দিকে জোর দেওয়া হবে। সেই মাস্টার প্ল্যান ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 9:44 AM IST