Bengal Cricket: বাংলা ক্রিকেটে নক্কারজনক ঘটনা! সিএবির ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ, আউটের ভিডিও পোস্ট করে ‘গট-আপ’-এর তথ্য সামনে আনলেন বিরাট সতীর্থ 

Last Updated:

Match Fixing in Bengal Cricket: সুপার ডিভিশন লিগ পর্বের ম্যাচ ঘিরে গড়াপেটার ছায়া। সল্টলেক করুণাময়ীতে ২২ ইয়ার্ডসের মাঠে মুখোমুখি হয়েছিল টাউন বনাম মহমেডান ক্লাব। সেই ম্যাচে গড়াপেটার অভিযোগ তুললেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীবৎস গোস্বামী।

সিএবির ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ, আউটের ভিডিও পোস্ট করে ‘গট-আপ’-এর তথ্য সামনে আনলেন শ্রীবৎস গোস্বামী (Photo-Screengrab)
সিএবির ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ, আউটের ভিডিও পোস্ট করে ‘গট-আপ’-এর তথ্য সামনে আনলেন শ্রীবৎস গোস্বামী (Photo-Screengrab)
ঈরণ রায় বর্মন, কলকাতা: বাংলা ক্রিকেটে নক্কারজনক ঘটনা। বাংলা ক্রিকেটের কালো দিন! সিএবি পরিচালিত ক্রিকেটে গড়াপেটার গুরুতর অভিযোগ উঠল। সুপার ডিভিশন লিগ পর্বের ম্যাচ ঘিরে গড়াপেটার ছায়া। সল্টলেক করুণাময়ীতে ভিডিওকন মাঠে মুখোমুখি হয়েছিল টাউন বনাম মহামেডান ক্লাব। তিন দিনের এই ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৭‌ পয়েন্ট পায় টাউন। ৩ পয়েন্ট যায় সাদা কালো শিবিরে। ‌কিন্তু ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরাট কোহলির সতীর্থ প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।
সোশ্যাল মিডিয়ায় নিজের পেজে, সংশ্লিষ্ট ম্যাচের দুটি আউটের ভিডিও পোস্ট করেন শ্রীবৎস। ভিডিও পোস্ট করে লেখেন, এটা একটা কলকাতা ক্লাব ক্রিকেটের সুপার ডিভিশনের ম্যাচ। দুটো বড় টিম মুখোমুখি হয়েছে। আপনারা কি দেখেছেন এই ভিডিওতে কী হচ্ছে? যে ঘটনাটা দেখছেন, সেটা আমার হৃদয় ভেঙে দিচ্ছে। আমি ক্রিকেটকে ভালবাসি আমি বাংলার হয়ে ক্রিকেট খেলেছি। ক্লাব ক্রিকেট বাংলার ক্রিকেটের আতুরঘর। ভিডিওতে যে আউট গুলো দেখছেন তাতে আমার মনে হয় এটাকে বলা হয় ‘গট আপ’।’’
advertisement
advertisement
লেখার সঙ্গে একটি হৃদয় ভাঙ্গার ইমোজিও দেন শ্রী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যের দেওয়া ভিডিওয়ে দেখা যাচ্ছে, একজন ক্রিকেটার সোজা উইকেটে আসা বল ব্যাট তুলে বোল্ড আউট হচ্ছেন। খেলার চেষ্টাই করলেন না তিনি। আউট হয়ে কোনও হেলদোল নেই। অন্য ভিডিওটিতে আরেকজন বাঁ হাতি ব্যাটসম্যান স্টেপ আউট করে উইকেটের অনেক বাইরের বল মারতে গিয়ে স্ট্যাম্প আউট হচ্ছেন। আউট হওয়ার সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। ভিডিও প্রকাশ করে শ্রীবৎস দাবি করেছেন, ক্রিকেটাররা ইচ্ছাকৃত আউট হচ্ছেন। অর্থাৎ একদল অন্য দলকে ম্যাচ ছেড়ে দিতে চাইছে।
advertisement
শ্রীবৎস কোনও ক্রিকেট দলের নাম না লিখলেও সিএবিতে খোঁজ করে জানা গিয়েছে, এই দুটি ভিডিও টাউন বনাম মহামেডান ক্লাবের ম্যাচের। যে দু’জন ব্যাটসম্যান আউট হচ্ছেন তাঁরা মহমেডান ক্লাবের। এবং ভিডিও ফুটেজটি সিএবির রেকর্ড করা ম্যাচের অংশ। তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু না বললেও সিএবি সূত্রে খবর, এই ঘটনার অভিযোগের তির সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসের বিরুদ্ধে। অভিযোগ মহামেডানের হয়ে খেলছেন হরষিত সাইনি নামের এক বাঁ হাতি স্পিনার। তিনি ২০২২-২৩ মরশুমে হরিয়ানার হয়ে রঞ্জি খেলেছিলেন। নিয়ম অনুযায়ী, কারেন্ট প্লেয়ার এক বছর বাদ দেওয়ার পর কলকাতা ময়দানে ক্লাব ক্রিকেট খেলতে পারবেন না। ‌‌কিন্তু সেই নিয়ম নাকি না মেনে তাঁকে নিয়ে এসে খেলাচ্ছিল মহামেডান।
advertisement
সূত্রের খবর, গ্রুপে বেশ কয়েকটি ম্যাচে বিষয়টি সামনে না আসলেও টাউন ম্যাচের আগে বিষয়টি জানতে পারেন কর্তা তথা সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস। নাটক শুরু হয় এরপরেই। অভিযোগ ওঠে, টাউন ক্লাব কর্তা শর্ত দেন, সাইনির বিষয়ে কোনও অভিযোগ জানানো হবে না ক্লাবের পক্ষ থেকে। এবং তার প্রতিদান স্বরূপ মহমেডানকে ম্যাচ ছাড়তে হবে।‌ যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনও দল কিছু মন্তব্য করেননি। ম্যাচে সরাসরি জিততে না পারলেও প্রথম ইনিংসে এগিয়ে ৭ পয়েন্ট পায় টাউন। দেখা যায় অভিযুক্ত ক্রিকেটার ম্যাচটি খেলেছেন। সাইনিকে বসানো হয়নি। নাম প্রকাশে এক অনিচ্ছুক কর্তার দাবি, ‘‘ম্যাচের প্রথম দিন থেকেই শোনা যাচ্ছিল খেলাটা গট আপ হচ্ছে। তবে কেউ অভিযোগ না তোলায় বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। শ্রীবৎস গোস্বামীর সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর থেকেই চর্চা শুরু হয়েছে। ‌ আশা করি এবার কর্তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।’’
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Cricket: বাংলা ক্রিকেটে নক্কারজনক ঘটনা! সিএবির ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ, আউটের ভিডিও পোস্ট করে ‘গট-আপ’-এর তথ্য সামনে আনলেন বিরাট সতীর্থ 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement