কাতার বিশ্বকাপে ফের বড় অঘটন, বেলজিয়ামকে হারাল মরক্কো
- Published by:Sudip Paul
Last Updated:
বিশ্বকাপের গ্রুপ এফ-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে অঘটন হারাল মরক্কো। ম্যাচের প্রথমার্ধের খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ২ গোল করে মরক্কো।
#আল থুমামা স্টেডিয়াম: কাতার বিশ্বকাপ যেন অঘটনের বিশ্বকাপ। এবার অঘটন ঘটাল মরক্কো। বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল কেভিন ডি ব্রাউন, রোমেলু লকাকু, ইডেন হ্যাজার্ড সমৃদ্ধ বেলজিয়াম হারিয়ে দিল মরক্কো। ২-০ গোলে ম্যাচ জিতল ওয়ালিদ রেগরাগুইয়ের দল। ম্যাচে গোল করে মরক্কোর ঐতিহাসিক জয়ের নায়ক আবদেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবুখালাল। এই জয়ের ফলে গ্রুপ এফ-এর শীর্ষে উঠে এল মরক্কো।
এদিন ম্যাচের প্রথম থেকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে বেলজিয়াম। বল পজিশন নিজেদের দখলে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে উইটসেল, থর্গান হ্যাজার্ড, কেভিন ডি ব্রাউনরা। ম্যাচের প্রথমার্ধে ৭০ শতাংশ বল পজিশন দখলে রেখেছিল রবের্তো মার্টিনেজের ছেলেরা। অপরদিকে, রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার রণনীতি নেয় মরক্কো। প্রথমার্ধের শেষ মুহূর্তে মরক্কোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধে বেলজিয়ামের প্রভাব বেশি থাকলেও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোয় মরক্কো। আক্রমণের ঝাঁঝ বাড়ায় ওয়ালিদ রেগরাগুইয়ের ছেলেরা। বল পজিশন বেলজিয়ামের বেশি থাকলেও কাজের কাজ দ্বিতীয়ার্ধে করে ফেলে মরক্কো। গোটা ম্যাচে গোলে ৩টি শট করে বলেজিয়াম ও ৪টি শট করে মরক্কো। তার মধ্যে ২ বার জালে বল জরিয়ে দেয় মরক্কোর ফুটবলাররা। ম্যাচের ৭৩ মিনিটে দুরন্ত গোল করে দলকে লিড এনে দেন আবদেলহামিদ সাবিরি।
advertisement
advertisement
গোল হজম করার পর তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। রবের্তো মার্টিনেজের ছেলেরা একাধিক আক্রমণ গড়ে তুললেও মরক্কোর রক্ষণকে ভাঙতে পারেনি কেভন ডি ব্রুইন, রোমেলি লুকাকু, টেলিমানসরা। উল্টে ম্যাচের ইনজুরি টাইমে আরও একটি গোল খেয়ে বসে বেলজিয়াম। জাকারিয়া আবুখালালের গোলে ব্যবধান ২-০ করে মরক্কো। এই ম্যাচ জয়ের ফলে একটি ড্র ও একটি জয় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষ পৌছে গেল মরক্কো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2022 8:41 PM IST