শুধু দুর্ভেদ্য কুর্তোয়া ও বাতসুয়াইয়ের গোল, ৩ পয়েন্ট পেলেও বেলজিয়ামকে বেগ দিল কানাডা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বেলজিয়াম। তবে রবের্তো মার্টিনেজের দলকে যথেষ্ট বেগ দিল কানাডা।
#আহমেদ বিন আলি স্টেডিয়াম: রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হলেও সন্তুষ্ট থাকতে হয়েছিল তৃতীয় স্থান নিয়েই। ইউরো জয়ও হয়নি গতবার। ফলে কাতার যে তাদের 'গোল্ডেন জেনারেশন টিমের' শেষ সুযোগ তা ভালো করেই জানেন বেলজিয়াম ফুটবলাররা। আর জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল কেভিন ডি ব্রুয়েন, ইজেন হ্যাজার্ডরা। কানাডাকে ১-০ গোলে হারাল রবের্তো মার্টিনেজের দল।
তবে জয় পেলেও অপেক্ষাকৃত দুর্বল দল কানাডার বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হয়েছে বেলজিয়ামকে। অনেক কষ্ট গোল পাওয়ার পাশাপাশি তেকাঠির নীচে যদি কুর্তোয়া দুর্ভেদ্য না হতে পারত তাহলে খেলার ফল অন্যরকম হতেই পারত। আর্জেন্টিনা, জার্মানির হারের পর তৃতীয় অঘটনও ঘটে যেত কাতার বিশ্বকাপ। যদিও কুর্তোয়ার সেভ ও বাতসুয়াইয়ের গোল তা হতে দেয়নি।
advertisement
এদিন দুই দলই একটু ধরে খেলাটা শুরু করে। তবে ম্যাচের প্রথম ১০ মিনিটে পেনাল্টি আদায় করে নিতে সক্ষম হয়েছিল কানাডা। যদিও গোল করতে পারেনি কানাডা। বায়ার্ন মিউনিখে খেলা কানাডার ফুটবলার আলফান্সো ডেভিসের স্পট কিক বাঁচিয়ে দেন বেলজিয়ান ওয়াল থিবো কুর্তোয়া। কানাডার হয়ে নিডের কেরিয়ারে এটিই প্রথম পেনাল্টি মিস আলফান্সো ডেভিসের। অপরদিকে বিশ্বকাপে এই প্রথম পেনাল্টি সেভ কুর্তোয়ার।
advertisement
advertisement
এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে বেলজিয়াম। প্রথমার্ধের ৪৪ মিনিটে গোলের মুখ খোলে বেলিজিয়াম। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বাতসুয়াই। এরপর গোটা ম্যাচে দুই দল একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কেউ তা কাজে লাগাতে পারেনি। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, খেলায় আরও উন্নতি না করলে পরবর্তী ম্যাচগুলিতে তার ফল ভুগতে হতে পারে রবের্তো মার্টিনেজের দলকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2022 8:28 AM IST