লোধা-বিসিসিআই রায় আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে !

Last Updated:

বিসিসিআই বনাম লোধা কমিটির সংঘাতের ভবিষ্যত এখনও ঝুলেই রইল শীর্ষ আদালতে ৷

#নয়াদিল্লি:  বিসিসিআই বনাম লোধা কমিটির সংঘাতের ভবিষ্যত এখনও ঝুলেই রইল শীর্ষ আদালতে ৷ সোমবার , ৫ ডিসেম্বর প্রধান বিচারপতি টিএস ঠাকুরের এজলাসে রায় বেরেনোর সম্ভাবনা থাকলেও তা আপাতত শুক্রবার ৯ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গিয়েছে ৷ প্রধান বিচারপতি টিএস ঠাকুর এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুনানি পিছিয়ে যায় এই মামলার ৷ লোধা কমিটির নয়া প্রস্তাবের ভবিষ্যৎ জানতে আপাতত আরও ক’দিন অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷
বোর্ড বনাম লোধা সংঘাত চলছে ৷ লোধা কমিটির সুপারিশগুলি নিয়ে বিসিসিআই এখনও আগের মতোই অনড় ৷ প্রচণ্ড চাপেও এখনও হাল ছাড়তে নারাজ বোর্ড ৷ গত সপ্তাহে মুম্বইয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভায় রায় তাদের বিপক্ষে গেলে কী করা হবে, তার একটা প্ল্যান ‘বি’ ঠিক করে রাখার হয় বোর্ড কর্তাদের তরফে ৷ ওই সভায় বোর্ড অনুমোদিত সব সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ছিলেন না ত্রিপুরা ও বিদর্ভ সংস্থার প্রতিনিধিরা ৷  উল্লেখ্য, একমাত্র এই দুই সংস্থাই লোধা কমিটির প্রাথমিক প্রস্তাবের কোনও বিরোধিতা করেনি ৷ তাই এই দুই সংস্থার প্রতিনিধিদের সভায় উপস্থিত না থাকাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তবে এই ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ বোর্ড কর্তারা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
লোধা-বিসিসিআই রায় আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement