IND vs WI : বিমান ভাড়া সাড়ে তিন কোটি টাকা! ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বিশাল খরচ বোর্ডের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
BCCI spends huge amount of three and half crore rupees for sending team to West Indies. বিমান ভাড়া সাড়ে তিন কোটি টাকা! ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বিশাল খরচ বোর্ডের
#পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজে এই প্রথমবার গেল না ভারত। অতীতের বহুবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এত টাকা বিমান ভাড়া বহন করতে হয়নি কখনও। এবার ব্যতিক্রম। ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ যেতে খরচ হল সাড়ে তিন কোটি টাকা! এক দিনের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।
শিখর ধবনের নেতৃত্বে সেই দলকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঠাতে ভারতীয় বোর্ডের খরচ হল সাড়ে তিন কোটি টাকা। চার্টার্ড বিমানে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে ভারত। সেই কারণেই খরচ বেড়ে গিয়েছে বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য সাধারণ বিমানে সকলের টিকিট পাওয়া যাচ্ছিল না। সেই কারণে চার্টার্ড বিমানের ব্যবস্থা করে বোর্ড।
advertisement
advertisement
বোর্ডের এক কর্তা বলেন, ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অব স্পেনে যেতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা। করোনার জন্য যে চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে, তা নয়। আসলে সাধারণ বিমানের টিকিটই পাওয়া যায়নি। ১৬ জন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কোচ রাহুল দ্রাবিড় ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন। ক্রিকেটারদের স্ত্রীরাও গিয়েছেন।
সাধারণ বিমানে ক্রিকেটারদের পাঠালে অনেক কম খরচ হত বোর্ডের। বিমানে ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অব স্পেনে যেতে বিজনেস ক্লাসে এক এক জনের টিকিটের দাম পড়ে প্রায় দু’লক্ষ টাকা। চার্টার্ড বিমানে ক্রিকেটারদের নিয়ে যাওয়ার কারণে ভাড়া বেড়েছে।
advertisement
Gearing up for ODI No.1 against the West Indies 💪 Here's @ShubmanGill giving a lowdown on #TeamIndia's 🇮🇳 first net session in Trinidad 🇹🇹#WIvIND pic.twitter.com/oxF0dHJfOI
— BCCI (@BCCI) July 21, 2022
তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত। সেই সিরিজে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ভারতীয় বোর্ডের কাছে এই টাকা এমন কিছুই নয়। সম্প্রতি আইপিএলের মিডিয়া সত্ব বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে বিসিসিআই।
advertisement
বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে। তার আগে দলের ক্রিকেটারদের পূর্ণ ফিটনেস এবং দুরন্ত ছন্দে রাখা একমাত্র লক্ষ্য কোচ রাহুল দ্রাবিড়ের। তাই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে ফেরেন একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার।
সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে পঞ্চম টেস্ট ম্যাচ হেরে গেলেও টি টোয়েন্টি এবং একদিনের সিরিজ জিতেছিল রোহিত শর্মার ভারত। তাই আত্মবিশ্বাসের দিক থেকে অভাব নেই তাদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2022 4:25 PM IST