Roger Binny: পাকিস্তানের আমন্ত্রণে লাহোর যাচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি, সঙ্গী রাজীব শুক্লা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বিসিসিআই সূত্রের খবর পাকিস্তান বনাম নেপালের মধ্যে যে উদ্বোধনী ম্যাচটি হবে, তা দেখতে যাবেন না বিসিসিআই কর্তারা
মুম্বই: তবে কি ভারত পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক জোড়া লাগতে চলেছে? এমনটাই ইঙ্গিত হয়তো পাওয়া যাচ্ছে। এশিয়া কাপ টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে ৩০ অগস্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআই সচিব এবং বাকি কর্তাদের পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। শুধু তাই নয়, এশিয়া কাপে অংশ নেওয়া সব দেশের বোর্ডের কর্তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।
কিন্তু বিসিসিআই সূত্রের খবর পাকিস্তান বনাম নেপালের মধ্যে যে উদ্বোধনী ম্যাচটি হবে, তা দেখতে যাবেন না বিসিসিআই কর্তারা। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছে বিসিসিআই। এবং সেখানে ম্যাচ দেখতে যাবেন বিসিসিআইয়ের দুই শীর্ষ কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক নিকট সূত্র পিটিআইকে জানিয়েছে, ৪-৭ সেপ্টেম্বর লাহোরে থাকবেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্ল।
advertisement
The BCCI president Roger Binny and Vice President Rajiv Shukla will travel to Pakistan to watch the Asia Cup match. pic.twitter.com/SjO8dXCQPK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 25, 2023
advertisement
তাঁরা পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিসিসিআইয়ের ওই সূত্রের মতে, ‘২ সেপ্টেম্বর রজার বিনি, রাজীব শুক্ল এবং জয় শাহ ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শ্রীলঙ্কায় থাকবেন। এই তিনজন ভারতে ফিরবেন ৩ সেপ্টেম্বর। তারপর বিসিসিআই প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট ওয়াঘা বর্ডার হয়ে লাহোরে যাবেন।
advertisement
বিনি ও শুক্ল ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখবেন। এবং পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচটিও তাঁরা দেখবেন। আসলে পাকিস্তান ক্রিকেট জানে বিসিসিআইয়ের সঙ্গে খারাপ সম্পর্ক রাখলে তাদের ক্ষতি। কারণ আইসিসিতে প্রায় ৮০ শতাংশ টাকা আসে শুধু ভারত থেকে। তাছাড়া এই টাকা আইসিসি ভাগ দেয় পাকিস্তানকেও।
advertisement
ব্যবসার দিক থেকে এবং অর্থের দিক থেকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিসিসিআই। পিসিবি অযথা তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে রাজি নয়। একথা আগেও বলেছিলেন রামিজ রাজা। এখনকার পিসিবি চেয়ারম্যান জাকা একই কথা বলেন। তবে ভবিষ্যতে ভারত পাকিস্তানে খেলবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 11:17 AM IST