রোহিত শর্মার ওডিআই কেরিয়ার শেষ? বোর্ড কর্তার কথায় তোলপাড়! বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: বর্তমানে ভারতীয় ক্রিকেটে এক নাটকীয় মোড় দেখা যাচ্ছে। দুটি আইসিসি ট্রফি জয়ের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে জোরালো জল্পনা।
বর্তমানে ভারতীয় ক্রিকেটে এক নাটকীয় মোড় দেখা যাচ্ছে। দুটি আইসিসি ট্রফি জয়ের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে জোরালো জল্পনা। বিসিসিআই-এর একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বোর্ডের অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত ওয়ানডে থেকেও অবসর নেবেন। কিন্তু রোহিত সেই সিদ্ধান্ত এখনও নেননি এবং নির্বাচকদের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রায় দেড় দশক ধরে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ হিসেবে পরিচিত। গত বছর তারা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন এবং সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। বর্তমানে ওয়ানডেই একমাত্র ফরম্যাট যেখানে তারা এখনো খেলছেন, কিন্তু সেটাও কতদিন চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্বকাপ এখনও দুই বছরেরও বেশি সময় দূরে এবং তখন রোহিতের বয়স ৪০ পেরিয়ে যাবে। কোহলিও সেই সময়ে ৩৮ বছর ছুঁইছুঁই করবেন। যদিও দুজনেই ওয়ানডে ফরম্যাটে খেলতে ইচ্ছুক, তবে টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের পরিকল্পনায় ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে পারে। কোহলির ফিটনেস এবং স্থিতিশীল ব্যাটিং স্টাইল তাকে কিছুটা এগিয়ে রাখছে, যেখানে রোহিতের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করেছে।
advertisement
advertisement
বিসিসিআই-এর এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, “সত্যি বলতে, আমাদের অনেকেই ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত ওয়ানডে থেকে অবসর নিতে চাইবেন। কিন্তু এখনও রোহিত এবং নির্বাচকদের মধ্যে তার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কোনও আলোচনা হয়নি।”
আরও পড়ুনঃ IND vs ENG: বাদ মহাতারকা! ইংল্যান্ডে ‘ব্র্যান্ড নিউ’ ওপেনিং জুটি পাচ্ছে টিম ইন্ডিয়া! সবথেকে বড় চমক!
advertisement
সব মিলিয়ে, রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী মাসগুলিতে বোর্ড ও টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, তার দিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 3:07 PM IST