BCCI Awards 2024 : স্বপ্নের ফর্ম গিলকে দিল সেরার পুরস্কার, জীবন কৃতি সম্মান পেলেন রবি শাস্ত্রী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
BCCI Awards 2024: বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল। পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী।
হায়দরাবাদ: ২০১৯ সালে হয়েছিল শেষবার। তারপর করোনা অতিমারীর কারণে মাঝে ৪ বছরের বিরতি। ফের একবার জাঁকজমকের সঙ্গে ফিরল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এবার বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল। পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী।
২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে আয়োজিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। ২০২৩ সালে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন গিল। ঝুলিতে ছিল ৫টি শতরান। লাল বল-সাদা বল উভয় ফর্ম্য়াটেই ভাল পারফরম্যান্সের কারণে ২০২২-২৩ সালে ভারতের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল।
advertisement
🚨 𝗣𝗼𝗹𝗹𝘆 𝗨𝗺𝗿𝗶𝗴𝗮𝗿 𝗔𝘄𝗮𝗿𝗱 for the year 2022-23
Best International Cricketer – Men is awarded to Shubman Gill 🏆👏#NamanAwards | @ShubmanGill pic.twitter.com/aqK5n2Iulq
— BCCI (@BCCI) January 23, 2024
advertisement
এছাড়া ভারতীয় দলের ক্রিকেটার ও কোচ হিসেবে অনবদ্য সাফল্যের সৌজন্য়ে এবার বিসিসিআইয়ের জীবন কৃতি পুরস্কার পেয়েছেন রবি শাস্ত্রী। ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। পাশাপাশি কোচ হিসেবে আইসিসি ট্রফি না জিতলেও বিদেশের মাটিতে রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতের সাফাল্যের ভান্ডার অনেক। তারমধ্যে অস্ট্রেলিয়ার সফরে পরপর দুবার টেস্ট সিরিজ জয় অন্যতম।
advertisement
Mr. Ravi Shastri receives the prestigious 𝗖𝗼𝗹. 𝗖.𝗞. 𝗡𝗮𝘆𝘂𝗱𝘂 𝗟𝗶𝗳𝗲𝘁𝗶𝗺𝗲 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 𝗔𝘄𝗮𝗿𝗱 🏆
Many congratulations 👏👏#NamanAwards | @RaviShastriOfc pic.twitter.com/KhvASeWC5w
— BCCI (@BCCI) January 23, 2024
advertisement
এর পাশাপাশি করোনা অতিমারী কারণে যেহেতেু ২০১৯ সালের পর মাঝের বছরগুলি বাদ গিয়েছে, সেই অ্যাওয়ার্ডও মঙ্গলবার ঘোষণা করা হয় বিসিসিআইয়ের তরফে। ২০১৯-২০ সালে মহম্মদ শামি, ২০২০-২১ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০২১-২২ সাল জসপ্রীত বুমরাহ সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া মহিলাদের বিভাগে ২০২০-২১ ও ২০২১-২২ সালে সেরার শিরোপা পেয়েছেন স্মৃতি মন্ধনা ও ২০১৯-২০ ও ২০২২-২৩ সালের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 8:12 PM IST