IPL 2026: নিলামের আগেই জানিয়ে দেওয়া হল আইপিএল ২০২৬-এর দিনক্ষণ, কবে শুরু এবং কতদিন পর্যন্ত চলবে টুর্নামেন্ট? দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কবে শুরু হবে আইপিএল ২০২৬? রিপোর্টে বলা হয়েছে বৃহস্পতিবার ২৬ মার্চ থেকে শুরু হবে পরের বছরের আইপিএল, চলবে ৩১ মে পর্যন্ত।
আবুধাবি: আজ, মঙ্গলবার আইপিএলের নিলাম। এ বার বড় নিলাম নয়, ছোট নিলাম। তবু উৎসাহ, উত্তেজনা কম নয়। ১০টি দল তাদের ঘর গুছিয়ে নেবে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের জন্য কতটা লড়াই হবে? এ বারও কি কোনও বৈভব সূর্যবংশীকে পাওয়া যাবে? আবু ধাবির এতিহাদ এরিনায় হবে নিলামের অনুষ্ঠান। ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে নিলাম শুরু। সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিওহটস্টার অ্যাপে। নিলামের আগে গতকাল, সোমবারই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে আইপিএল কর্তৃপক্ষ ডব্লু হোটেলে এক দফা বৈঠক সেরেছে। সেই বৈঠকেই আইপিএল ২০২৬-র দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
রিপোর্ট অনুযায়ী হেমং আমিন, টুর্নামেন্টের সিইও মঙ্গলবারের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে আইপিএলের ১৯তম পর্বের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। কবে শুরু হবে আইপিএল ২০২৬? রিপোর্টে বলা হয়েছে বৃহস্পতিবার ২৬ মার্চ থেকে শুরু হবে পরের বছরের আইপিএল, চলবে ৩১ মে পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার সন্ধ্যায় আবুধাবির এতিহাদ এরিনায় বসছে ঝাঁ-চকচকে মিনি অকশনের অনুষ্ঠান। মোট ৩৬৯ জন খেলোয়াড় নিলামে উঠবেন। তবে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়ই বিক্রি হতে পারেন। তাও যদি সব ফ্র্যাঞ্চাইজি তাদের বাজেটের মধ্যে ২৫ জনের সম্পূর্ণ দল গঠন করতে সক্ষম হয়। এই বছর বিশেষ নজর রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) দিকে। বড় অঙ্কের বাজেট নিয়ে নিলামে নামছে দুই দলই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2025 9:50 AM IST










