Bangladesh Cricket News: ইউনূস সরকারের চাপেই ভারতে বিশ্বকাপ বয়কট! সত্যিটা স্বীকার করে ফেললেন বাংলাদেশের বোর্ড কর্তা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শনিবার আইসিসি জানিয়ে দিয়েছে এ বারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্ত হিসেবে স্কটল্যান্ড খেলবে৷ আইসিসি-র এই ঘোষণার পর চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও৷
মহম্মদ ইউনূসের সরকারের চাপের মুখেই বাধ্য হয়ে ভারতে এসে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের৷ শেষ পর্যন্ত সত্যিটা স্বীকারই করে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ বিসিবি-র ডিরেক্টর আব্দুর রেজ্জাকই এ কথা স্বীকার করে নিয়েছেন৷
গতকাল, শনিবার আইসিসি জানিয়ে দিয়েছে এ বারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্ত হিসেবে স্কটল্যান্ড খেলবে৷ আইসিসি-র এই ঘোষণার পর চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও৷ কারণ বিশ্বকাপে অংশগ্রহণ না করে এবার তাদের মানে আইসিসি কঠোর শাস্তি এবং মোটা আর্থিক জরিমানার খাঁড়া ঝুলছে৷ এমন কি, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে৷
advertisement
এই পরিস্থিতিতে নিজেদের ঘাড়ের উপর থেকে দায় ঝেড়ে ফেলতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের মুখে এখন অন্য সুর কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ বিসিবি কর্তা রেজ্জাককে উদ্ধৃত করে সংবাদসংস্থা লিখেছে, আমরা বরাবরই বিশ্বকাপে খেলতে যাওয়ার পক্ষে ছিলাম৷ কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত৷ সরকার আমাদের যা নির্দেশ দেবে, আমাদের মানতে হবে৷ আমাদের দল যখনই বিদেশ সফরে যায়, আমাদের সরকারি ছাড়পত্র নিতে হয়৷ এবারেও তার ব্যতিক্রম হয়নি৷
advertisement
advertisement
নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ৷ যদিও আইসিসি-র পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আশ্বস্ত করা হয়েছিল৷ তার পরেও বিসিবি অথবা বাংলাদেশ সরকারের অবস্থানে বদল ঘটেনি৷ একাধিক বৈঠকের পরেও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার এবং বোর্ড ভারতে বিশ্বকাপ খেলতে আসতে রাজি হয়নি৷ তাদের দাবি ছিল, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় দিতে হবে৷ যদিও বাংলাদেশের ক্রিকেটাররা ভারতে এসে বিশ্বকাপ খেলার বিষয়ে মুখিয়ে ছিলেন বলেই খবর৷ কিন্তু তাঁদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ৷ এর পরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার ছাড়পত্র দেয় আইসিসি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 7:47 PM IST











