গোমেজ-খেদিরাকে ছাড়াই সেমিফাইনাল জিততে আত্মবিশ্বাসী জার্মানি

Last Updated:

ফরাসি বধের আগে চাপে জার্মান কোচ জোয়াকিম লো। স্বস্তির খবর , চোট সারিয়ে ফিট বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।

#কলকাতা: কথা বার্তা শেষ। এবার মাঠে নেমে লড়াই। ইউরোর সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সামনে আয়োজক ফ্রান্স। ফরাসি বধের আগে চাপে জার্মান কোচ জোয়াকিম লো। স্বস্তির খবর , চোট সারিয়ে ফিট বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।
গত ৫৮ বছর সব বড় টুর্নামেন্টে ফ্রান্সের বিরুদ্ধে অপরাজিত জার্মানরা। ইউরোর সেমিফাইনালে এই রেকর্ডই ধরে রাখতে চান জোয়াকিম লো। তবে রেকর্ড নয়, ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁকে ভাবাচ্ছে দলের অন্দরে চোট আর কার্ড সমস্যা।
Joachim Low
advertisement
ইতালির বিরুদ্ধে জোড়া হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নেই হামেলস। ওই জায়গায় প্রথম একাদশে দলে ফিরছেন মুস্তাফি। তবে মাঝমাঠে স্যামি খেদিরার জায়গায় কে, তা নিয়ে চলছেন চুলচেরা বিশ্লেষণ। টিম ম্যানেজমেন্টের দাবি, প্রথম একাদশে আসতে পারেন জুলিয়ান ওয়েগিল। আর মারিও গোমেজের বদলে ফ্রান্সের বিরুদ্ধে প্রথমেই শুরু করতে পারেন গোৎজে। গত বছর ১৩ নভেম্বর প্যারিস সন্ত্রাসের সাক্ষী ছিলেন জার্মানরা। বোমার আওয়াজে কেঁপে গিয়েছিল স্তাদ দ্য ফ্রান্স। এবার নিরাপত্তা অনেক বেশি। তবুও নিরাপদে থাকতে পারছেন না বিশ্বচ্যাম্পিয়নরা। কারণ, লো’কে ভাবাচ্ছে টিম কম্বিনেশন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গোমেজ-খেদিরাকে ছাড়াই সেমিফাইনাল জিততে আত্মবিশ্বাসী জার্মানি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement