বাঁ হাতের ভেলকি, ১৫ উইকেট বাঁকুড়ার উঠতি ক্রিকেটারের! সটান জায়গা করে নিল বাংলা স্কোয়াডে, জানুন কে?

Last Updated:

বাঁ হাতি লেগ স্পিনে ভেলকি দেখিয়ে অনুর্ধ ১৩ অম্বর রায় ক্রিকেট টুর্নামেন্টে ১৫ টি উইকেট তোলে সে। বাংলার ক্রিকেট স্কোয়াডে ডাক পেল বাঁকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্র!

+
বাঁকুড়ার

বাঁকুড়ার অভিরূপ সুযোগ পেল বেঙ্গল ক্রিকেট স্কোয়াডে

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাংলার ক্রিকেট স্কোয়াডে ডাক পেল বাঁকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্র! বাঁকুড়ার ক্রিকেট ইতিহাসে গৌরব উজ্জ্বল দিন বাঁকুড়া জেলার জন্য। বাংলা দলে ডাক পেল বাঁকুড়ার অভিরূপ। বাঁ হাতি লেগ স্পিনে ভেলকি দেখিয়ে অনুর্ধ ১৩ অম্বর রায় ক্রিকেট টুর্নামেন্টে ১৫ টি উইকেট তোলে সে।
জুলাই মাসের ২৫-২৭, ইডেন গার্ডেনে CAB র সিলেক্সেন ট্রায়ালে ডাক পায় অভিরূপ।সেখানে তার বোলিংয়ে মুগ্ধ হয়ে বাংলা দলের স্কোয়াডে তাকে বেছে নেওয়া হয়েছে। বাঁকুড়ার গোপীনাথপুরের বোস্টাল গ্রাউন্ডে ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষণেই এমনটা হয়েছে বলে জানিয়েছে সে। ক্রিকেট অ্যাকাডেমির সম্পাদক সুব্রত দরিপা জানান, অনুর্ধ ১৩ বাংলা দলে প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে বাংলা দলের স্কোয়াডে ডাক পেয়েছে বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র অভিরূপ ব্যানার্জী।
advertisement
advertisement
মহেন্দ্র সিংহ ধোনিকে নিজের আইডল করে, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো বাম হাতি স্পিন করে দেশের হয়ে খেলতে চায় বাঁকুড়ার কিশোর। রবিবার থেকে বাঁকুড়ার অভিরূপ করবে ইডেন গার্ডেন্স প্র্যাক্টিস। অভিরুপের বাবা সঞ্জীব ব্যানার্জি একজন চাকুরীজীবী এবং মা অমৃতা ব্যানার্জি গৃহবধূ। অভিরুপের বাবা-মা চান ছেলে যাতে ক্রিকেট নিয়ে এগিয়ে যায়। ইডেন গার্ডেন্স তারপর ভারতের জার্সি এটাই তাদের ‘আল্টিমেট ড্রিম’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজ অভিরূপ, কাল অন্য কেউ! এইভাবে ধাপে ধাপে খেলাধুলার জগতে এগিয়ে চলেছে প্রান্তিক জেলা বাঁকুড়া। কলকাতার বুকে অন্যান্য জেলার সঙ্গে কম্পিটিশন করে রীতিমতো মাঠ কাঁপাচ্ছে বাঁকুড়ার খেলোয়াড়রা। ক্রিকেটের ময়দানে তারই জ্বলন্ত উদাহরণ অভিরূপ ব্যানার্জি।
বাংলা খবর/ খবর/খেলা/
বাঁ হাতের ভেলকি, ১৫ উইকেট বাঁকুড়ার উঠতি ক্রিকেটারের! সটান জায়গা করে নিল বাংলা স্কোয়াডে, জানুন কে?
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement