Home /News /sports /
হরমনদের হারিয়ে মহিলাদের এশিয়া কাপ জিতল বাংলাদেশ

হরমনদের হারিয়ে মহিলাদের এশিয়া কাপ জিতল বাংলাদেশ

Photo: News 18

Photo: News 18

শুরটা খুব একটা ভাল করতে পারেনি ভারতীয় দল৷ আর সেই রেশ থেকে গেল শেষ পর্যন্ত৷ কুয়ালালামপুরে মহিলাদের টি ২০ এশিয়ান কাপে বাংলাদেশের কাছে হেরে গেল ভারতীয় দল৷

 • Share this:

  #কুয়ালালামপুর: শুরটা খুব একটা ভাল করতে পারেনি ভারতীয় দল৷ আর সেই রেশ থেকে গেল শেষ পর্যন্ত৷ কুয়ালালামপুরে মহিলাদের টি ২০ এশিয়ান কাপে বাংলাদেশের কাছে হেরে গেল ভারতীয় দল৷ ১১২রানে ৯উইকেট খুইয়ে নিজেদের ইনিংস শেষ করে ভারতীয় মহিলা দল৷ ব্যাট করতে নেমে ৭উইকেটে ১১৩ রান তুলে নন বাংলাদেশ৷

  আরও পড়ুন শুধু রোনাল্ডো নয়, হবু শাশুড়িরও প্রিয় জর্জিনা,জানুন মন জয়ের গোপন রেসিপি

  শুরুতেই একের পর এক ধাক্কা খান ভারতীয় মহিলা ক্রিকেটররা৷ তবে হরমনপ্রীত ও গোস্বামীর জুটি কিছুটা ঘুরে দাঁড়াতে সাহায্য করে৷ একই ভাবে বোলাদের দুর্বলতাও ধরা পড়ে৷ বাংলাদেশের প্রথম উকেটটি পড়ে ৩৫রানের মাথায়৷ যদিও পুনম যাদবের বোলিং ছিল উল্লেখযোগ্য৷ যাদবের লেগ ব্রেক বোলিং-এর দৌলতে শেষ ওভার পর্যন্ত খেলা গড়ায়৷ প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন রুমনা আহমেদ৷ প্লেয়ার অফ দ্যা ট্যুরনামেন্ট হয়েছেন হরমনপ্রীত কৌর৷

  আরও পড়ুন বিশ্বকাপের অফিসিয়াল সঙ রিলিজের ভিডিও ভাইরাল, আপনি দেখেছেন তো

  তাঁদের এই জয়ে দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন৷ এই জয়ে তাঁরা উদ্বুদ্ধ৷ আগামিদিনে এই জয়েই তাঁদের পথ দেখাবে, মত বাংলাদেশের মহিলা দলের ক্যাপ্টেনের৷ 'ম্যাচটি যেথেষ্ট শক্ত ছিল, বিশেষ করে স্নায়ুর লাড়াই ছিল জোরদার৷ ভারতীয় ব্যাটিং সেভাবে সাড়া ফেলতে না পাড়লেও, বোলিং ভাল ছিল', জানান হরমনপ্রীত কৌরের৷

  First published:

  Tags: Indian Women Cricket Team, Women Cricket, Women Cricketers, Women's aisa cup

  পরবর্তী খবর