Bangladesh vs Pakistan: ২২ গজে ফের মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বি, বাংলাদেশ সফরে পাকিস্তান, রইল সূচি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Bangladesh vs Pakistan: ভারত বনাম পাকিস্তানের মতই এই দুই দেশ যখনই মুখোমুখি হয়েছে ২২ গজে তা আলাদা মাত্রা পেয়েছে। এই মাসের শেষ থেকে আরও একবার সম্মুখ সমরে দুই প্রতিবেশি দেশে বাংলাদেশ ও পাকিস্তান।
ঢাকা: আইপিএলের মাঝে আরও এক উত্তেজক ক্রিকেট সিরিজের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমিরা। ভারত বনাম পাকিস্তানের মতই এই দুই দেশ যখনই মুখোমুখি হয়েছে ২২ গজে তা আলাদা মাত্রা পেয়েছে। এই মাসের শেষ থেকে আরও একবার 'সম্মুখ সমরে' দুই প্রতিবেশি দেশ বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সফরে যাচ্ছে পাকিস্তান। সেখানে টেস্ট ও একদিনের সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। যা ঘোষণা হওয়ার পর থেকেই অপেক্ষায় দুই দেশের ক্রিকেট ফ্যানেরা।
তবে এই সিরিজ দুই দেশের সিনিয়র দলের মধ্যে নয়। বাংলাদেশ বনাম পাকিস্তানের এই সিরিজ হতে চলেছে দুই দেশের অনুর্ধ্ব ১৯ দলের মধ্যে। বাংলাদেশ বনাম পাকিস্তানের অনুর্ধ্ব ১৯ দলের মধ্যে ১টি টেস্ট ও ৫টি একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে যুব ক্রিকেটাররা। ৩০ এপ্রিল চট্টগ্রামে হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এছাড়া ৫টি একদিনের ম্যাচ খেলা হবে ৬, ৮, ১১, ১৩, ১৫ মে। চট্টগ্রামে হবে প্রথম দুটি ওডিআই, শেষ ৩টি ম্যাচ হবে রাজশাহীতে।
advertisement
সিনিয়র দল থেকে শুরু করে যে কোনও বয়সভিত্তিক দল, কোনও ধরনের ক্রিকেটেই দীর্ঘ দিন একে অপরের মুখোমুখি হয়নি বাংলাদেশ ও পাকিস্তান। ২০২০ সালে শেষবার পাকিস্তান সিনিয়র দলে গিয়েছিল বাংলাদেশ সফরে। আর ২০২১ সালে বাবর আজমরা গিয়েছিল বাংলাদেশ সফরে। বেশ কিছু দিন ধরেই দুই দেশের যুব দলের এই সিরিজ ঘিরে আলোচনা চলছিল। অবশেষে সবুজ সংকেত পড়ে যাওয়ায় খুশি ক্রিকেট প্রেমিরা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 6:16 PM IST