হোম /খবর /খেলা /
ওমানকে হারিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ, সাকিবদের সুপার টুয়েলভে ওঠার অঙ্কটা কী ?

Bangladesh vs Oman: ওমানকে হারিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ, সাকিবদের সুপার টুয়েলভে ওঠার অঙ্কটা কী ?

Photo Courtesy: ICC

Photo Courtesy: ICC

Oman vs Bangladesh Group B Match T20 World Cup 2021 Highlights: মঙ্গলবার ওমানের বিরুদ্ধে ২৬ রানে জেতার পর সুপার টুয়েলভে ওঠার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ ৷

  • Last Updated :
  • Share this:

Photo Courtesy: ICC

মাস্কাট: প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছিল ৷ মঙ্গলবার ওমানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জিতলেও যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে সাকিবদের ৷ কিন্তু জেতার পরেও টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা এখনও নিশ্চিত নয় বাংলাদেশের ৷ 

গ্রুপ-বি-তে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ৷ ওমানের বিরুদ্ধে মঙ্গলবার হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত সাকিবদের ৷ কিন্তু শেষপর্যন্ত ২৬ রানে ম্যাচ জিতে নিয়ে পরের রাউন্ডে ওঠার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ ৷

এই গ্রুপে দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড ৷ অন্যদিকে ওমান ও বাংলাদেশের দুটি ম্যাচ খেলে সংগ্রহ ৪ পয়েন্ট ৷ বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৷ তবে ওই ম্যাচ জিতলেই যে বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত, তা কিন্তু নয় ৷ কারণ লড়াইয়ে রয়েছে ওমানও ৷ নেট রান রেটে তারা এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে ৷ তাই পাপুয়া নিউ গিনিকে এরপরের ম্যাচে হারানোর পাশাপাশি বেশি ব্যবধানে হারিয়ে নেট রান রেট আরও ভালো করার প্রয়োজন রয়েছে বাংলাদেশের ৷ কারণ ওমান যদি শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তিন দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটে যে দু'টি দল এগিয়ে থাকবে, তারাই পরের রাউন্ডে উঠবে।

তবে এর একটি সহজ অঙ্কও রয়েছে ৷ তা হল বাংলাদেশ তাদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারানোর পাশাপাশি ওমান যদি নিজেদের শেষ ম্যাচে হেরে যায়, তাহলে আর সাকিবদের সুপার টুয়েলভে ওঠার অঙ্কে কোনও জটিলতা থাকবে না ৷

এই মুহূর্তে পয়েন্ট টেবলে কে কোথায় ?

১. স্কটল্যান্ড- ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। তাদের নেট রান-রেট +০.৫৭৫।

২. ওমান- ২ ম্যাচ খেলে সংগ্রহ ২ পয়েন্ট । তাদের নেট রান-রেট +০.৬১৩।

৩. বাংলাদেশ- ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট । তাদের নেট রান-রেট +০.৫০০।

৪.পাপুয়া নিউ গিনি- ২ ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। -তাদের নেট রান-রেট -১.৮৬৭।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: ICC T20 World Cup, T20 World Cup