Photo Courtesy: ICC
মাস্কাট: প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছিল ৷ মঙ্গলবার ওমানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জিতলেও যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে সাকিবদের ৷ কিন্তু জেতার পরেও টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা এখনও নিশ্চিত নয় বাংলাদেশের ৷
গ্রুপ-বি-তে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ৷ ওমানের বিরুদ্ধে মঙ্গলবার হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত সাকিবদের ৷ কিন্তু শেষপর্যন্ত ২৬ রানে ম্যাচ জিতে নিয়ে পরের রাউন্ডে ওঠার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ ৷
এই গ্রুপে দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড ৷ অন্যদিকে ওমান ও বাংলাদেশের দুটি ম্যাচ খেলে সংগ্রহ ৪ পয়েন্ট ৷ বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৷ তবে ওই ম্যাচ জিতলেই যে বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত, তা কিন্তু নয় ৷ কারণ লড়াইয়ে রয়েছে ওমানও ৷ নেট রান রেটে তারা এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে ৷ তাই পাপুয়া নিউ গিনিকে এরপরের ম্যাচে হারানোর পাশাপাশি বেশি ব্যবধানে হারিয়ে নেট রান রেট আরও ভালো করার প্রয়োজন রয়েছে বাংলাদেশের ৷ কারণ ওমান যদি শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তিন দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটে যে দু'টি দল এগিয়ে থাকবে, তারাই পরের রাউন্ডে উঠবে।
Sunday: Becomes top wicket-taker in men's T20I history 📈 Tuesday: An all-round brilliant display 💥@Sah75official has come to play at the #T20WorldCup pic.twitter.com/Zg9z7rzKQw
— ICC (@ICC) October 20, 2021
তবে এর একটি সহজ অঙ্কও রয়েছে ৷ তা হল বাংলাদেশ তাদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারানোর পাশাপাশি ওমান যদি নিজেদের শেষ ম্যাচে হেরে যায়, তাহলে আর সাকিবদের সুপার টুয়েলভে ওঠার অঙ্কে কোনও জটিলতা থাকবে না ৷
এই মুহূর্তে পয়েন্ট টেবলে কে কোথায় ?
১. স্কটল্যান্ড- ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। তাদের নেট রান-রেট +০.৫৭৫।
২. ওমান- ২ ম্যাচ খেলে সংগ্রহ ২ পয়েন্ট । তাদের নেট রান-রেট +০.৬১৩।
৩. বাংলাদেশ- ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট । তাদের নেট রান-রেট +০.৫০০।
৪.পাপুয়া নিউ গিনি- ২ ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। -তাদের নেট রান-রেট -১.৮৬৭।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, T20 World Cup