এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে উঠল মুস্তাফিজুর বিতর্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Bangladesh Government Orders Indefinite Ban On IPL Telecast: মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক কিছুতেই কমছে না। বাংলাদেশি পেসারকে আইপিএল খেলতে না দেওযার প্রতিবাদে এবার আরও বড় পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার।
মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক কিছুতেই কমছে না। বাংলাদেশি পেসারকে আইপিএল খেলতে না দেওযার প্রতিবাদে এবার আরও বড় পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার। আগেই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলবে না বলে জানিয়েছিল। এবার মুস্তাফিজ আইপিএল না খেলতে পারায় বাংলাদেশে আইপিএলের মত মেগা ইভেন্টের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলা
আইপিএল নিয়ে যে বড় কোন সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। আইপিএলের সম্প্রচার বন্ধের জন্য কী কী আইনি প্রক্রিয়া রয়েছে তা নিয়েও আলোচনা করে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ শক্ত অবস্থান নেবো’
advertisement
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের স্বত্ব রয়েছে টি-স্পোর্টসের হাতে। ২০২৩ সালে ভায়াকম ১৮- এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ওই সংস্থা। এখন ইউনূস প্রশাসন সেই স্বত্ব বাতিল করার নির্দেশ দিয়ে দিল। বাংলাদেশ সরকার এক বিবৃতিতে জানায়, বিসিসিআইয়ের সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত ও ক্ষুব্ধ। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সরকার স্পষ্ট করে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এতে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী আইপিএল দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Mohammed Shami and SIR: এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন শামি! নাম নেই তালিকায়, এবার কী করবেন
বাংলাদেশ বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ না দেখানোর সিদ্ধান্তের প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, এর ফলে যে ভারতের সঙ্গে বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। যদিও বিতর্ক কোনও অংশেই থেমে নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 2:21 PM IST









