Ind vs Ban: ভারতের লজ্জার রাত! বাংলাদেশের কাছে এএফসি এশিয়ান কাপে বাছাইপর্বের ম্যাচে ১-০ হারল ব্লু টাইগার্স
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Ban: ভারত এই যোগ্যতা রাউন্ডে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এবং একটিতেও জয় পায়নি।
কলকাতা: ভারতীয় ফুটবলের জন্য একটি চরম লজ্জাজনক রাত৷ এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে ড্র করার পর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশের কাছে হেরে গেছে তারা৷ ভারত বনাম বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির পর ভারতের বিপক্ষে জয়ে আনন্দিত বাংলাদেশ৷ স্বদেশী সমর্থকদের সামনে বাংলাদেশ ১-০ গোলে ম্যাচটি জিতেছে।
ঢাকা ন্যাশানাল স্টেডিয়ামে ১-০ গোলে ভারতকে হারায় বাংলাদেশ৷ এদিন খেলার ১১ মিনিটের মাথাতেই ভারতের জালে বল জড়িয়ে দেয় বাংলাদেশ৷ গোল করেন মরসালিন৷
আরও পড়ুন – 7 Feet Kalar Kandi: কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
advertisement
ভারত ডান দিক থেকে একটি লম্বা থ্রো-ইন পাঠায়, যা বাংলাদেশ রক্ষণভাগ ক্লিয়ার করে দেয়। বলটি তার নিজের অর্ধের মাঝামাঝি সময়ে মোরসালিনের কাছে আসে এবং সে এটিকে মাঠের মধ্যে নিয়ে যায়৷ যেখানে রাকিব আকাশ মিশ্রকে পিছনে ফেলে লম্বা দৌড়ে এগিয়ে যায়৷ গুরপ্রীতের পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেয় মরসালিন৷
advertisement
শেখ মরসালিনের এই দ্রুত গোল বাংলাদেশকে ম্যাচে চালকের আসনে বসিয়ে দেয়৷ এই লিড ভারত আর পুরো ম্যাচে কখনই কমাতে পারেনি৷ ফলে আরও এক হতাশার রাত কাটাল ভারত৷ ব্লু টাইগার্সরা অনেক চেষ্টা করেও তাদের রক্ষণ ভাঙতে পারেনি৷
ভারতীয় সমর্থকরা আরও বেশি হতাশ হবেন কারণ বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একই উদ্যম নিয়ে খেলতে ব্যর্থ হয়েছে, কিন্তু তারা এখনও তাদের লিড ধরে রাখতে সক্ষম হয়েছে। ভারত এই যোগ্যতা রাউন্ডে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এবং একটিতেও জয় পায়নি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 10:23 PM IST

