১৬ বছর আগে ভারতকে ধাক্কা দিয়েছিল বাংলাদেশ, লক্ষ্মীবারে কী হবে? উত্তেজনা বাড়ছে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Ban WC 2023: ১৬ বছর আগে ভারতকে ধাক্কা দিয়েছিল বাংলাদেশ।
পুনে: ২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মার টিম ইন্ডিয়া বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের ১ নম্বরে থাকা টিম ইন্ডিয়া টুর্নামেন্টের তিনটি ম্যাচই জিতেছে।
এই ম্যাচেও জিতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইবে ভারতীয় দল। বিশ্বকাপে ভারত-বাংলাদেশ এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। ভারতীয় দল জিতেছে তিনবার।
বিশ্বকাপে বাংলাদেশ দলের দুই সদস্য- অধিনায়ক সাকিব আল হাসান এবং উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ওডিআই এবং বিশ্বকাপে ভারতীয় দলের বিরুদ্ধে এই দুজনেরই ভাল রেকর্ড রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে বড় চমক দেবেন রোহিত শর্মা!তৈরি হিটম্যানের নয়া মাস্টারস্ট্রোক
২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র শেহওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের মতো তারকাদের দিয়ে সাজানো ভারতীয় দল সেই ম্যাচে ১৯১ রান করে।
বাংলাদেশ ৪৮.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল। সেই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল, শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
advertisement
অধিনায়ক শাকিবের সাথে মতপার্থক্যের কারণে তামিম ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য নন। তবে শাকিব এবং মুশফিকুর রহিম দলে রয়েছেন। এটাই হয়তো তাঁদের দুজনেরই শেষ বিশ্বকাপ! তাই এবারের বিশ্বকাপ তাঁরা স্মরণীয় করে রাখতে চাইবেন।
২০০৭ বিশ্বকাপে সেই পরাজয়ের পর টিম ইন্ডিয়া ২০১১, ২০১৫ এবং ২০১৯-এ বাংলাদেশকে হারিয়েছিল। কিন্তু সেই ঐতিহাসিক হারের বেদনা এখনও ভারতীয়দের হৃদয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন- শারদোৎসবের আনন্দে সস্ত্রীক মহারাজ, উদ্বোধন করলেন পাড়ার পুজো
ভারত এবং বাংলাদেশ এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ৪০টি ওডিআই ম্যাচ খেলেছে। যার মধ্যে টিম ইন্ডিয়া ৩১টি ওডিআই ম্যাচ জিতেছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ৮টি ম্যাচ জিতেছে। আর একটি ম্যাচে ফল হয়নি।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ ১৯৮৮ সালের ২৭ অক্টোবর খেলা হয়েছিল। সেবার ভারত ৯ উইকেটে জিতেছিল। বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশের তিনটি ম্যাচে একটি জয় পেয়েছে। পয়েন্ট দুই ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 7:10 PM IST